শরতের কারুকাজ

প্রকাশ | ১৭ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

আহমাদ সোলায়মান
নদীর ধারে কাশফুলেদের মাঝে শরৎ রানী মুখ উঁচিয়ে থাকে ক্ষণে ক্ষণে মেঘের ভেলা সাজে পাখির সারি সুখের সুরে ডাকে। পাকা তালের পিঠা বাড়ি বাড়ি ছোট, বড় সবাই ভালোবাসে নীল আকাশে মেঘে ধরে আড়ি চারিদিকে শিউলি, ছাতিম হাসে। উষ্ণ শিশির ঘাসের মাথায় পরা শাপলা শালুক বিলের জলে ফোটে ভোরের এ দেশ কুয়াশাতে ভরা ঘাস মাড়িয়ে গায়ের বধূ ছোটে। আপন হাতে সাজায় নিজের রূপ শরৎ এলে তাইতো রঙিন দেশ ফুল পাখিরা কেউ থাকে না চুপ কারুকাজের থাকে না তার শেষ।