শরৎ

প্রকাশ | ১৭ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

মোহাম্মদ নূর আলম গন্ধী
শরৎ মানে চাঁদের হাসি শিউলি ফোটা ভোর বন-বনানী তরুলতায় হাজার পাখির সুর। শরৎ মানে সাদা মেঘের উদাসী রং রূপ নিত্য ভাসে আকাশজুড়ে লাগে অপরূপ! শরৎ মানে শীতল বায়ুর স্পর্শে জেগে ওঠা সবুজ ঘাসের ডগায় জমা শিশির বিন্দু ফোঁটা। শরৎ মানে রূপের রানীর রূপের কারুকাজ চারিদিকের সবই যে তাই পেল নতুন সাজ।