পূর্বধলায় বন্ধুদের বৃক্ষরোপণ কর্মসূচি

প্রকাশ | ২৪ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

মো. জায়েজুল ইসলাম
নেত্রকোনার পূর্বধলায় বৃক্ষরোপণ করছেন বন্ধুরা
"সবুজে সাজাই আমাদের ধরণি" এই স্স্নোগানকে সামনে রেখে নেত্রকোনার পূর্বধলায় যায়যায়দিন পত্রিকার পাঠক সংগঠন জেজেডি ফ্রেন্ডস ফোরামের উদ্যোগে গত বৃহস্পতিবার বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। উপজেলা ঘাগড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে আয়োজিত ওই বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির অধ্যাপক ড. মো. জাকারিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মোতালিব, সহকারী প্রধান শিক্ষক মো. মোশারফ হোসেন। যায়যায়দিন পত্রিকার পূর্বধলা উপজেলা প্রতিনিধি ও জেজেডি ফ্রেন্ডস ফোরামের উপদেষ্টা মো. জায়েজুল ইসলামের তত্ত্ব্বাবধানে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে ফলদ, বনজ ও ঔষধি প্রজাতির বিভিন্ন গাছের চারারোপণ করা হয়। এতে বিদ্যালয়ের স্কাউট সদস্য, সততা সংঘ ও অন্য শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণসহ সার্বিক সহযোগিতা করে। বৃক্ষরোপণ-পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. জাকারিয়া বলেন, বৃক্ষ আমাদের পরম বন্ধু। তাই শিক্ষা প্রতিষ্ঠানসহ বাড়ির আঙ্গিনায় বেশি করে গাছের চারা রোপণ করতে হবে, পাশাপাশি গাছের চারা বড় হওয়া পর্যন্ত পরিচর্যা করতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে প্রধান শিক্ষক আব্দুল মোতালিব বলেন, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে আমাদের সবার উচিত বেশি বেশি করে গাছ লাগানো। কেননা, গাছ আমাদের অতি প্রয়োজনীয় অক্সিজেন দেয় এবং দুর্দিনে অর্থেরও জোগান দেয়। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, ফোরামের সদস্য সহকারী শিক্ষক মো. রফিকুল ইসলাম, সবুজ সরকার, ফোরামের উপদেষ্টা প্রাণতোষ চন্দ্র দে, সহকারী শিক্ষক মো. বিলস্নাল হোসেন, মো. মোখলেছুর রহমান সরকার, এমদাদুল ইসলাম কামাল, মো. আলাউদ্দিন, মেজবাহ উদ্দিন, নিলুফা ইয়াসমীন, রোকসানা খানম, পারুল বেগম, ইতি প্রমুখ। সবশেষে রোপণকৃত চারা রক্ষণাবেক্ষণের জন্য বাঁশের বেড়া দেয়া হয়। উপদেষ্টা, জেজেডি ফ্রেন্ডস ফোরাম, পূর্বধলা, নেত্রকোনা।