অচেনা আকাশ

প্রকাশ | ২৪ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

শুক্লা সৃজন সরকার
আমার চেনা আকাশটা যে বদলে গেল আজি আকাশ যাকে ভেবেছিলাম সে তো আকাশ নয়, অদ্ভুত মেঘের কারসাজি। ভালোবাসা অবুঝ বড়ই বাসলো ভালো মেঘটাকে ভেবে ছিল অসহ্যতায় সিক্ত করবে তনুকে। কিন্তু, তাতেও ভীষণ বিষম খেলো মেঘটা যে তার মেঘ ছিল না মেঘের ছায়া নিকষ কালো। \হকালো তাকে করল গ্রাস অদ্ভুত এক গ্রহণে, অমানিশায় ঘুরতে লাগলো ভালোবাসার মোহনে... কিন্তু বিশ্বাস যে তার ভেঙে গেল ঠুনকো একটা আঘাতে আঘাতটা যে নয়কো ঠুনকো যার লেগেছে সেইতো বোঝে।