শরৎ শোভা

প্রকাশ | ২৪ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

মোহাম্মদ নূর আলম গন্ধী
শরৎ শোভা কাশফুল নদীর চর ও কূলে শুভ্র-সাদা রূপ যে তারই বাতাসেতে দোলে। শরৎ শোভা শিউলি টগর শাপলা পদ্মের বিল নীল আকাশ ও বকের সারি ময়না শালিক চিল। শরৎ শোভা কলমি কমল মাঠের আমন চারা \হজ্যোৎস্না ঝরা রাত্রি এবং ঝলমলে চাঁদ তারা। শরৎ শোভা শান্ত নদী ঝিলের জল ও খাল ফুলের বনে প্রজাপতি গাছ পাকা ওই তাল।