সর্বস্বান্ত কবি

প্রকাশ | ০৮ অক্টোবর ২০১৯, ০০:০০

মো. আল-জাহিদ
আমরা বাস্তবতা থেকে বহুদূর, ঝুলন্ত দেহের শেষ চিঠি নর্দমায়, কিংবা নির্বাক পথভ্রষ্ট ছেলের মৃতু্য। কিছুই ভাবায় না এ সমাজকে কাগজে খবর পড়ে 'আহারে...' অবশেষে চায়ের চুমুকে উৎসব..! সমাজের ভয়ে মুখ লুকানো দেখেছি, একটি সমাজের অপবিত্র বির্যের কান্না শুনেছি। তারপরও ওরা সুশীল, আমরা নিকৃষ্ট..!