শিক্ষক

প্রকাশ | ০৮ অক্টোবর ২০১৯, ০০:০০

শুক্লা সৃজন সরকার
শিক্ষক মানে আমার প্রথম উত্তরণের সিঁড়ি ন্যায় নীতি মনুষত্বের প্রথম হাতেখড়ি। এমনই শিক্ষা প্রথম আমার মায়ের কাছে পাওয়া ভালোবেসে রাজ্য জয়, নেইকো কিছু চাওয়া। \হসেদিক থেকে বলতে গেলে মা-ই প্রথম গুরু মায়েরই হাত ধরে আমার শিক্ষাজীবন শুরু। নিয়ম মেনে তিথি গুণে হাতেখড়ি হলো \হসে সময়ে পুরোহিতই শিক্ষা গুরু ছিল। সময়ের কালক্ষেপণে মানুষ গড়ার সাঁচে মা-ই তুলে দিলো শিক্ষা গুরু হাতে। বিদ্যালয়ের প্রথম দিনের কথা যদি বলি জাতীয় সঙ্গীত সাম্যপ্রীতি শিক্ষা দিলেন গুরু। নিয়ম নীতি শ্রদ্ধাবোধ সমতা আর আইনে শিক্ষা দিলেন শিক্ষা গুরু এক কাতারে এনে। শিক্ষক ছিল আমার কাছে বাবা-মায়ের পরে বাবা-মা জন্ম দিলো শিক্ষক দিলেন গড়ে। তাইতো, শিক্ষক দিবস একদিনের নয় শিক্ষক নিত্যদিনের সূর্যস্নাত আলো এমন গুরু যেন প্রভু সদা করো ভালো।