পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

প্রকাশ | ০৮ অক্টোবর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
নেত্রকোনার পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভায় বন্ধুরা
মো. জায়েজুল ইসলাম 'দি ইয়াং টিচার্স ফিউচার প্রফেশনস' এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার পূর্বধলায় জেজিডি ফ্রেন্ডস ফোরাম পূর্বধলা উপজেলা শাখার উদ্যোগে ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বাংলাদেশ শিক্ষক সমিতি পূর্বধলা উপজেলা শাখা কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেজেডি ফ্রেন্ডস ফোরামের আহ্বায়ক ও কালডোয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির আহমেদ খান কামাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি পূর্বধলা উপজেলা শাখার সহ-সভাপতি, আগিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বদরুজ্জামান। ফোরামের উপদেষ্টা মো. জায়েজুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তৃতা করেন মৌদাম সেসিপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ গোলাম মোস্তফা, আগিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মেজবাহ উদ্দিন আহমেদ রুমি, সাধুপাড়া উচ্চ বিদ্যালয়ের শারীরিক শিক্ষক শিক্ষক মো. হীরা মিয়া প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে মো. বদরুজ্জামান বলেন, শিক্ষা ক্ষেত্রে সব বৈষম্য দূর করতে বেসরকারি শিক্ষা জাতীয়করণের কোনো বিকল্প নেই। মো. গোলাম মোস্তফা বলেন, শিক্ষক হলো জাতি গঠনের কারিগর। শিক্ষককে বঞ্চিত রেখে সমৃদ্ধ জাতি গঠন সম্ভব নয়। মেজবাহ উদ্দিন আহমেদ রুমি বলেন, শিক্ষকের মর্যাদা প্রতিষ্ঠিত করতে শিক্ষককে প্রথম শ্রেণির মর্যাদা দিতে হবে। ফোরামের আহ্বায়ক জাকির আহমদ খান কামাল বলেন, শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে সব শিক্ষককে উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। মো. হিরা বলেন, টেকসই, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সবাইকে সচেষ্ট হতে হবে। এ সময় আরও উপস্থিত ছিলেন, হোগলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিনুর রশিদ সরকার, নারায়নডহর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক তালুকদার, ইচুলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মো. আলী আমজাদ, পূর্বধলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদীপ সরকার, সহকারী শিক্ষক মো. কামরুজ্জামান প্রমুখ। মো. জায়েজুল ইসলাম পূর্বধলা, নেত্রকোনা।