সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ২৬ জুন ২০১৮, ০০:০০ | আপডেট: ২৬ জুন ২০১৮, ১১:০২

অনলাইন ডেস্ক
সবুজে সাজাই ধরণীর বুক শুরু হয়েছে বষার্কাল। প্রকৃতি তার নিজগুণে সিক্ত হচ্ছে। ষড়ঋতুর আবতের্ ধরণী কখনো রুক্ষ, কখনো সিক্ত আবার কখনো শীতকাতুরে হয়। মানুষের প্রয়োজনে প্রকৃতি তার রূপ পরিবতর্ন করে। দিনদিন প্রকৃতি তার ভারসাম্য হারাচ্ছে। ইট-পাথরের ইমারতে ভরে যাচ্ছে সব জায়গা। সবুজের দেখা মেলা ভার, তাই তো মাঝেমধ্যে প্রকৃতি তার রুদ্রমূতির্ ধারণ করে আমাদের শাসিয়ে যায়। অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ঝড়, জলোচ্ছ¡াস, ভ‚মিকম্পসহ নানারূপ প্রাকৃতিক বিপযের্য়র সম্মুখীন হই আমরা। তবুও আমাদের বোধোদয় হয় না, আমরা নিবির্চারে প্রকৃতিকে ধ্বংস করার কাজে ব্যস্ত থাকি। আমরা চাই না আমাদের দ্বারা প্রকৃতির তথা আমাদের দেশের ক্ষতি হোক। সারাদেশের ফ্রেন্ডস ফোরাম বন্ধুদের প্রতি আহŸান রাখছি তারা যেন তাদের নিজ নিজ এলাকায় চারাগাছ লাগিয়ে বাংলাদেশকে সবুজ বেষ্টনীতে ঘিরে রাখে। ‘গাছ লাগাব ধরণীর বুকে, রাখব সবুজ’ এই হোক আমাদের অঙ্গীকার। বিভাগীয় সম্পাদক হবিগঞ্জে সদস্য চাই হবিগঞ্জে নতুন বন্ধুদের নিয়ে আহŸায়ক কমিটি গঠন করা হবে শিগগির। মুক্তমনের অধিকারী সৃজনশীল বন্ধুরা যারা নিজেদের প্রতিভার বিকাশ ঘটাতে চান তারা ফ্রেন্ডস ফোরামে যোগ দিতে পারেন। সংস্কৃতিমনা, আত্মপ্রত্যয়ী, সৃজনশীল হন তবে আমাদের ফোরামে আপনাকে সাদর আমন্ত্রণ। নরুল হক কবির প্রতিনিধি, হবিগঞ্জ ০১৭১২৩৫৫৭২৪ মাধবপুরে নতুন বন্ধু খুঁজছে মাধবপুরে নতুন বন্ধুদের সন্ধানে কাজ করছি আমরা। সৃজনশীল বন্ধুরা যারা নিজেদের প্রতিভা বিকাশ ঘটাতে চান তারা ফ্রেন্ডস ফোরামে যোগ দিতে পারেন। মুক্তমনের অধিকারী, সংস্কৃতিমনা, আত্মপ্রত্যয়ী, সৃজনশীল হন তবে আমাদের ফোরামে আপনাকে সাদর আমন্ত্রণ। সৃষ্টিশীল ও ভালো মনের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় আলোর পথে চলার স্বপ্নে বিভোর ফ্রেন্ডস ফোরাম। আলা উদ্দিন রনি প্রতিনিধি, মাধবপুর ০১৭১১৫৮৯৯৯৯