সীতাকুন্ডে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন

প্রকাশ | ০৫ নভেম্বর ২০১৯, ০০:০০

সবুজ শর্মা শাকিল, সীতাকুন্ড
চট্টগ্রামের সীতাকুন্ডে নিরাপদ সড়কের দাবিতে বন্ধুদের মানববন্ধন
সীতাকুন্ডে নিরাপদ সড়কের দাবিতে ভাটিয়ারীর সচেতন নাগরিকদের উদ্যোগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন জেজেডি ফ্রেন্ডস ফোরাম সীতাকুন্ডের বন্ধুরা। গত মঙ্গলবার জাতীয় নিরাপদ সড়ক দিবসকে ঘিরে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারী এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ভাটিয়ারীর সচেতন নাগরিক কমিটির সমন্বয়কারী নুরুল আবছারের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সীতাকুন্ড প্রেসক্লাবে সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, সাবেক সভাপতি সেকান্দর হোসাইন, ভাটিয়ারী আ.লীগের সাধারণ সম্পাদক খায়রুল আজম জসিম, অধ্যাপক আমিনুল ইসলাম, জেজেডি ফ্রেন্ডস ফোরাম সভাপতি মো. মামুনুর রশিদ মামুন, সীতাকুন্ড অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মো. জাহাঙ্গীর আলম, শামসুল আরেফিন, আরসি দাশ রবিন্স, জামাল উদ্দিন, মঈনউদ্দিন খান হারুন, আসিফ নেওয়াজ চৌধুরী, সাইফুল ইসলাম অপু, ইউপি সদস্য মাঈনুদ্দিন, মাসুম, ভাটিয়ারী কার-মাক্রো চালক সমিতির সভাপতি ওয়াহিদুজ্জামান রিপন, আওয়ামী লীগ নেতা রবিউল আলম, ফ্রেন্ডস ফোরাম সদস্য মিঠুন সাহা, মো. সোহেল আরমান, মো. খোরশেদ ও নুরুল আবছার প্রমুখ। সভায় বক্তারা বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনার মূল কারণ তিনটি। এগুলো হলো ওভারস্পিড, ওভারটেকিং ও ওভারলোড। এ ছাড়া গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথা বলা ও ট্রাফিক আইন অমান্য করার কারণে দুর্ঘটনা ঘটে। এ পাঁচটি বিষয় রোধ করা গেলে দুর্ঘটনা কমে যাবে। পাশাপাশি দুর্ঘটনা রোধে মানুষের সচেতনতার বিকল্প নেই। মানুষ সচেতন হলেও দুর্ঘটনা অনেকাংশে কমে যাবে। এ ক্ষেত্রে ট্রাফিক আইন প্রয়োগে সংশ্লিষ্ট সংস্থাগুলোকেও আরও কঠোর হওয়ার আহ্বান জানান তারা। বক্তারা আরো বলেন, সড়ক দুর্ঘটনা একটি জাতীয় সমস্যা। গাড়ির মালিক, চালক ও সাধারণ জনগণসহ সবার সম্মিলিত প্রচেষ্টায় সড়ক দুর্ঘটনা রোধ করা সম্ভব। উপদেষ্টা \হজেজেডি ফ্রেন্ডস ফোরাম সীতাকুন্ড, চট্টগ্রাম।