হেমন্তের কবিতা পাঠের আসর

প্রকাশ | ১২ নভেম্বর ২০১৯, ০০:০০

ফরহাদ হোসেন
নবীগঞ্জের আউশকান্দিতে কবিতায় হেমন্ত শিরোনামে সাহিত্য আড্ডায় বন্ধুরা
"নতুন ধানে হবে নবান্ন" এমনি এক হৈমন্তিক আমেজে কবির কবিতায় হাজির হয় হাজারো ছন্দ। পঞ্জিকার পাতা মেনে এখন হেমন্তকাল। যাকে ঘিরে কিছুটা ভিন্নধর্মী আয়োজন, জেজেডি ফ্রেন্ডস ফোরামের কবিতামালায় ছিল না কোনো কার্পণ্যতা। গত শনিবার নবীগঞ্জের আউশকান্দিতে কবিতায় হেমন্ত শিরোনামে সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়। কবিতা পাঠের আসরে সভাপতিত্ব করেন ফরহাদুল ইসলাম ফরহাদ। এ আয়োজনে আউশকান্দি ইউনিয়নে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন। সভাপতি তার বক্তব্য বলেন, ঋতুবৈচিত্র্যের বাংলাদেশে কার্তিক-অগ্রহায়ণ হেমন্তকাল। কুয়াশাচ্ছন্ন সকাল। মিষ্টি রোদের আদর। জ্যোৎস্নাপস্নাবিত রাত। পাতা ঝরা বৃক্ষের নৃত্য। এসব 'ঋতুকন্যা' হেমন্তের বৈশিষ্ট্য। এসব বৈশিষ্ট্যমন্ডিত ঋতুকে আমি বলি যৌবনের কাল। যেন সৃষ্টির সুখের উলস্নাস। তাইতো যুগ যুগ ধরে কবিরা হেমন্তকে তুলে এনেছেন তাদের নানা কবিতায়। তাই এই ঋতুকে বরণ করে নিতে ফ্রেন্ডস ফোরামের এই আয়োজন। এ সময় উপস্থিত ছিলেন, যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল কাদির, মো. জুবায়ের আহমেদ, মো. রকি মিয়া, যুগ্ম সদস্য সচিব মো. জহুর আলী নাঈম, মো. তোফায়েল আহমেদ মুন্না, সদস্য মো. আবু তাহের, মো. তাজুল ইসলাম, মো. রওশন মিয়া, মো. শামীম আহমেদ, মো. আব্দুল হাই, মো. সুজন, মো. খয়ের মিয়া, মো. আতাউর মিয়া, মো. মাহফুজ মিয়া, পাপলু মিয়া, মো. টিপু মিয়া ও মো.আনোয়ার। আহ্বায়ক জেজেডি ফ্রেন্ডস ফোরাম আউশকান্দি, নবীগঞ্জ, হবিগঞ্জ