তলিয়ে যেতে ইচ্ছে করে

প্রকাশ | ১২ নভেম্বর ২০১৯, ০০:০০

মোবাশ্বির হাসান শিপন
এই যে ধুলো-মাটির মায়াবী দেয়াল টপকে নদী কিংবা সাগরের কিনারা বেয়ে সূর্য ডুবে- ফের আলোর খোঁজে আঁধারে তলিয়ে যায় আমারও তলিয়ে যেতে ইচ্ছে করে। চাওয়া-পাওয়া অথবা ধ্যানের রাজ্য তুচ্ছ মনে হয়; যখন তোমার উজান বাতাসের লু-হাওয়ায় কঙ্কালসার দেহে অস্থি-চামড়া ফোস্কা গলে গলে- বৈপরীত্যের ছায়ায় ডুবে যায়।