হেমন্তের আগমন

প্রকাশ | ১২ নভেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
মিজু সরকার হৃদয় মাঠে-ঘাটে সোনার ফসল হাওয়া দোলে ছন্দে, কৃষক ভাইয়ের মন ভেসে যায় নতুন ফুলের গন্ধে। প্রজাপতি ফুলের উপর করছে অনেক খেলা, ক্ষেতে ক্ষেতে দেখা মেলে পাখপাখালির মেলা! দূর্বা ঘাসের শিশির কণায় পড়ছে রোদের আলো, হেমন্তের-ই মৃদু বাতাস মন করে দেয় ভালো। রাখাল মাঠে মধুর সুরে গাছের নিচে গাইছে, তাই শুনে সোনামনিরা অবাক চেয়ে রইছে! \হবাগান মাথায় ফুলের সুবাস \হবিলে শাপলা হাসে, আমার দেশে এমন করে \হহেমন্ত ভাই আসে।