অসমাপ্ত বেঁচে থাকা

প্রকাশ | ১৯ নভেম্বর ২০১৯, ০০:০০

ফেরদৌস আরা রাজ্জাকী
চারদিকে হইচই কান্নার শব্দ আকস্মিক ঘটনায় বাকহীন স্তব্ধ। ছোটবেলায় বাবার কাঁধে চড়ে এঘর-ওঘর যাওয়া ছেলে একদিন মানুষ হবে এটাই বাবার চাওয়া। স্বাধীন বলে আজও মোরা বড়াই করে চলি নির্ভীক সত্যের আপসহীন বলি। শিক্ষার অমৃতধারা পান করতে চেয়েছিল আবরার বেঁচে থাকার আকুতি করে মূর্ছা যাচ্ছিল বারবার। মানুষরূপী সব পশু জ্বলে উঠল আজ। নিঃশেষ হলো একটি প্রাণ জড়ায়ে কাফনের সাজ আমি হতে চেয়েছিলাম মা, তোমার আঁধার ঘরের বাতি চলে গেলাম মা মাটির ঘরে কাফন করে সাথী।