কর্মই ধর্ম

প্রকাশ | ০৩ ডিসেম্বর ২০১৯, ০০:০০

স্বপ্না ভট্টাচার্য্য
মুমূর্ষু রোগী হাসপাতালে যন্ত্রণায় চিৎকার দ্বীন দুঃখীদের বস্ত্র বিলাচ্ছে নিরাময় ডাক্তার। ডাক্তার বলে, চেম্বারে যাও যথেচ্ছা দেখে দিব \হরোগ সেরে যাবে, চিন্তা নেই, ওভার কেয়ার নেব। প্রহ্লাদ বাবু স্কুলমাস্টার, অতিশয় ধর্মে মতি। যদি নাভজেরাধা কৃষ্ণে কী হবে তার গতি ন'টার স্কুল এগারোটায় গিয়ে বিনম্র স্বরে বলে- অতিথি এসেছিল কাল দুপুরে কেবলই গেছে চলে। মারামারি করে মৃত পড়ে আছে রাস্তায় দুইজন দ্রম্নত ছুটে গিয়ে পুলিশে জানালো পরেশ ও হিরামন, পুলিশ বলল, পরে এসো ভাই, এখন আছি ধ্যানে মনেভাবে, ঝামেলা থামুক তারপর যাব, বাঁচতে হবে তো প্রাণে। রাজারকার্য রাজ্য শাসনই হাই তাহার ধর্ম নিজ নিজ কার্যে থাকো অবিচল ইহাই তোমার ধর্ম।