বিজয়

প্রকাশ | ১০ ডিসেম্বর ২০১৯, ০০:০০

শিরিন আফরোজ
চারিদিকে অস্থিরতা রক্তের ঘ্রাণ, সীমাহীন বর্বরতা স্তব্ধ প্রাণ। বুট জুতার আওয়াজ আতঙ্কিত জীবন, হঠাৎ যদি এসে যায় নিষ্ঠুর মরণ। হায়েনার থাবা রক্তাক্ত দেহ, খাল, বিল, ডোবায় নিথর প্রাণ অহরহ। গোলোগুলির শব্দ কম্পিত মাটি, শত্রম্নরা চেয়েছে করতে এ দেশে ঘাঁটি। সংগ্রামী বাঙালি তবুও পিছিয়ে পড়েনি, বিজয় এনেছে হার মানেনি।