কি এমন জাদু

প্রকাশ | ১৭ ডিসেম্বর ২০১৯, ০০:০০

মোবাশ্বির হাসান শিপন
কি এমন জাদু ছিল ঐ তর্জনীতে! কি এমন কবিতা ছিল তার কণ্ঠে! শুধু একটি ইশারা, ওমনি সাড়ে সাত কোটি বাঙালির রক্তে- অদ্ভুত তুফান আছড়ে পড়েছিল ছাপ্পান্ন হাজার বর্গমাইল। দেশের জন্য, একটি পতাকার জন্য মায়ের উদরের বোবা কান্না মুছে দেয়ার জন্য হাতের মুঠোয় প্রাণ নিয়ে, বে-হিসাবি প্রাণ দিয়ে রক্তদামে কেড়ে আনলো প্রার্থিত স্বাধীনতা। মুজিব! সেতো মহাবিশ্বের ছায়াপথে বাংলার দুয়ারে নরম আলো বিকিরণ। মুক্তিসেনা! সেতো পরান ব্যাকুল করা লাল-সবুজের উর্বর জমিনের স্বপ্নঘুড়ি।