কাশিয়ানীতে গুণীজন সংবর্ধনা

প্রকাশ | ২৮ জানুয়ারি ২০২০, ০০:০০

মো. নিজামুল আলম মোরাদ
গোপালগঞ্জের কাশিয়ানীতে গুনীজন সংবর্ধনা শেষে অতিথিরা
গুণীজনের সংবর্ধনা, সামাজিক উন্নয়ন, শিক্ষার্থীদের মানবিকগুণাবলি, শিক্ষা, পুরনো দিনের সাংস্কৃতির চর্চা করা, মাদককে না বলাসহ বিভিন্ন সামাজিক কাজ করে যাচ্ছে দীর্ঘদিন জেজেডি ফ্রেন্ডস ফোরাম কাশিয়ানী শাখার বন্ধুরা। গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলায় সুনামের সঙ্গে একের পর এক কাজ করে ব্যাপক সুনাম অর্জন করছে তারা। আর এরই ধারবাহিকতা ধরে রাখতে গত শনিবার কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মো. আজিজুর রহমান আইজিপি ব্যাজপ্রাপ্ত হওয়ায় তাকে সংবর্ধনা দিয়ে সম্মানিত করেছেন ফ্রেন্ডস ফোরামের বন্ধুরা। গত ২০১৮ সালের ১৫ ফেব্রম্নয়ারি মো. আজিজুর রহমান কাশিয়ানী থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদানের পর থেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করে সফল হন। থানা এলাকার ১৪টি ইউনিয়নে এবং হাট-বাজারে একের পর এক আইনশৃঙ্খলা মিটিং করেন। তিনি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন। অসংখ্য মাদক কারবারি ও সেবনকারীদের তিনি স্বেচ্ছায় আত্মসমর্পণ করার উদ্যোগ নিয়েও সফল হয়েছেন তিনি। এরই স্বীকৃতি হিসেবেই তিনি পেলেন আইজি ব্যাজ। গত ৭ জানুয়ারি রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে তাকে আইজি ব্যাজ পরিয়ে দেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। পূর্ব নির্ধারিত সময়ে ফ্রেন্ডস ফোরামের কাশিয়ানী শাখার বন্ধুরা কাশিয়ানী প্রেসক্লাব ভবনে শনিবার বিকাল সাড়ে ৩টায় একের পর এক বন্ধুরা উপস্থিত হতে থাকে। সেই সঙ্গে আমন্ত্রিত অতিথিরাও পিছিয়ে ছিল না। উপস্থিত হন সকালে। পরিপূর্ণ হয়ে ওঠে কাশিয়ানী প্রেসক্লাব ভবন। অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত করেন ফ্রেন্ডস ফোরামের বন্ধু যুগ্ম-সম্পাদক মো. হাবিবুর রহমান হানিফ, গীতা পাঠ করেন ফ্রেন্ডস ফোরামের উপদেষ্টা অধ্যক্ষ অতুল কৃষ্ণ দাস। \হস্বাগত বক্তব্য দেন ফ্রেন্ডস ফোরামের উপদেষ্টা যায়যায়দিনের কাশিয়ানী প্রতিনিধি মো. নিজামুল আলম মোরাদ। আনুষ্ঠানিকভাবে সংবর্ধিত অতিথি কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মো. আজিজুর রহমানের হাতে ফ্রেন্ডস ফোরামের পক্ষে সভাপতি ও অতিথিরা উপহার হিসেবে ফুলের তোড়া ও ক্রেস্ট তুলে দেন। ফ্রেন্ডস ফোরামের সভাপতি আলহাজ মুন্‌শী ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোক্তার হোসেন, বিশেষ অতিথি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাজাইল ইউপি চেয়ারম্যান কাজি জাহাঙ্গীর আলম, উপজেলা সমবায় অফিসার আব্দুর রহমান, কাশিয়ানী ইউপির সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকন, কাশিয়ানী ইউপির সাবেক চেয়ারম্যান মো. কুদ্দুসুর রহমান, পারুলিয়া ইউপি সাবেক চেয়ারম্যান খন্দকার মো. সিরাজুল ইসলাম, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন আনু, জেলা আওয়ামী লীগের সদস্য এম এ খায়ের, গোপালগঞ্জ জেলা সমিতির সহ-সভাপতি আলহাজ আবুল কালাম আজাদ, সমমনা শিক্ষক সমাজের সাধারণ সম্পাদক মো. বেলায়েত হোসেন, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আবুল বসার মোল্যা, কাশিয়ানী প্রেসক্লাবের সভাপতি মো. ফায়েকুজ্জামান, সাংবাদিক কাজি ওমর হোসেন, সাংবাদিক মো. বিপস্নব হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম পিকুল, সাবেক প্রধান শিক্ষক শেখ আব্দুল অদুত, ফ্রেন্ডস ফোরামের সহ-সভাপতি সহযোগী অধ্যাপক সুলতানুল আলম খান প্রমুখ। এ ছাড়া উপস্থিত ছিলেন যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের বন্ধু সহ-সভাপতি সহকারী অধ্যাপক নিউটন ঘোষ, সাধারণ সম্পাদক-সাজ্জাদ হোসেন সিজু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হানিফ, কৃষি ব্যাংক ম্যানেজার অরুপ গাইন, কোষাধ্যক মো. ওয়াহিদুজ্জামান দুলাল, সাংগঠনিক সম্পদক মো. সাকিব হোসেন, দপ্তর সম্পাদক মো. জিয়াউর রহমান জিয়া, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক প্রভাষক মো. আবুল হাসান, সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শিক্ষক মো. কামরুল হাসান, সাংস্কৃতিক সম্পাদক মো. অভিনেতা ও শিক্ষক নূর মোহাম্মদ নুন্না, সহ-সাংস্কৃতি সম্পাদক সাংবাদিক মো. তাইজুল ইসলাম টিটন, ক্রীড়া সম্পাদক শিক্ষক মো. ফোরকান শরীফ টিটো, সমাজকল্যাণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী মো. হিরো মৃধা, সহকারী ক্রীড়া সম্পাদক আল মামুন শাওন, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক প্রধান মো. কামরুল হাসান, মহিলা সম্পাদক স্বপ্না ভট্টাচার্য, প্রচার ও জনসংযোগ সম্পাদক মো. আশরাফুজ্জামান মিন্টু, তারেক উজ্জামান প্রমুখ। উপদেষ্টা কাশিয়ানী