স্রষ্টা অজ্ঞাত

প্রকাশ | ২৮ জানুয়ারি ২০২০, ০০:০০

মো. আল-জাহিদ
এটা কী জীবন? না কী আমার সত্ত্বা, কিছু সবুজ অনুভূতিকে আগলে রাখি স্মৃতির পাতায়, তবুও ছিটকে পড়া মন, গভীর থেকে গভীরে ভালোবাসা। কেন জানি অযোগ্যতাকে মূল্য দিয়ে- আমিত্ব দেয় ধিক্কার, কালো রঙ উড়ে। বলে উঠে দেখ আমার মাঝেই স্বর্গ সব কিছুই শেষ, শেষই শুরু এই পৃথিবীর স্রষ্টাও অজ্ঞাত, অনুভূতিকে রূপ দেয় কষ্ট হয় প্রিয়।