শীতার্তদের সাহায্যে এগিয়ে আসুন

প্রকাশ | ০৪ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
বন্ধুরা শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে আসুন। হিম হিম ঠান্ডা বাতাস শুরু হয়েছে। আসছে শীতের প্রকোপ। আর কিছুদিন বাদে রাজধানীসহ সারাদেশে শীত প্রকট আকারে শুরু হবে বলে ধারণা করা হচ্ছে। আর যদি শৈত্যপ্রবাহ বয়ে যায় তবে সাধারণ দুঃখী মানুষের জনজীবন বিপন্ন হয়ে উঠবে। অসহায় গরিব মানুষ তখন খাবারের জন্য কাজে বেরুতে পারবে না। জীবন তাদের বিপন্নপ্রায় হয়ে উঠবে। আমরা সাধারণত লক্ষ্য করে থাকি যখনই শীতের প্রকোপ বেড়ে যায় তখনই বিভিন্ন সংগঠন শীতবস্ত্র বিতরণে এগিয়ে আসে। আমরা আশা করি সারাদেশের ফ্রেন্ডস ফোরামের বন্ধুরা এখনই শীতবস্ত্র বিতরণের কর্মসূচি গ্রহণ করবেন। শীতার্ত গরিব মানুষ যাতে শীতে কষ্ট না পায় সেজন্য তারা সাধ্যমতো চেষ্টাও করবেন। আপনার দেয়া একটি শীতবস্ত্র তাদের জীবনের কষ্ট লাঘব হতে পারে। তাই দেরি না করে আপনারা এখনই প্রস্তুতি নেন শীতার্তদের সাহায্য করার জন্য। বিভাগীয় সম্পাদক জেজেডি ফ্রেন্ডস ফোরাম