স্পর্শের বাইরে

প্রকাশ | ০৪ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

মোবাশ্বির হাসান শিপন
এত গভীর পরিখা- তবু নিপুণ গহ্বরের আর্তনাদের আগুন ক্যামনে সাঁতরে আস বুকের মাঝখানে, মগজের করোটিতে! এই নিঃশ্বাসে, এই রক্ত কণিকায় অবাধ্য ঢেউয়ের পস্নাবনে কি আর হবে? লোনা জলে কি আর সবুজ ফলে! ভ্রূণ জাগার আগেই পচে যায়,গলে যায়। জীবন কখনও ঝড়ের বাতাসে ভাসে স্পর্শের বাইরে, ছামিয়ানার বাইরে।