জাতীয় শোক দিবস পালিত

প্রকাশ | ২১ আগস্ট ২০১৮, ০০:০০

সবুজ শমার্ শাকিল
সবর্কালের সবের্শ্রষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাতবাষির্কী ও জাতীয় শোক দিবসকে ঘিরে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম সীতাকুÐ শাখার বন্ধদের উদ্যোগে শোক দিবস পালন করা হয়েছে। গত বুধবার পৌরসদরস্থ অনলাইন জানাির্লস্ট অ্যাসোসিয়েশন কাযার্লয়ে আমন্ত্রিত অতিথি ও ফ্রেন্ডস ফোরাম বন্ধুদের অংশগ্রহণের মাধ্যমে শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যায়যায়দিন সীতাকুÐ প্রতিনিধি ও ফ্রেন্ডস ফোরাম উপদেষ্টা সবুজ শমার্ শাকিলের সভাপতিত্বে শোক সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, ফ্রেন্ডস ফোরাম সীতাকুÐ শাখার ভারপ্রাপ্ত সভাপতি মো. মামুনুর রশিদ মামুন ফ্রেন্ডস ফোরাম সদস্য ও ইউপি মেম্বার জহিরুল ইসলাম জহির, অনলাইন জানাির্লস্ট অ্যাসোসিয়েশান সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিএসসি, সাংবাদিক লিটন কুমার চৌধুরী, কাইয়ুম চৌধুরী, বাবুল মিয়া বাবলা, নাছির উদ্দিন শিবলু ও মীর মামুন প্রমুখ। আলোচনা সভায় ফ্রেন্ডস ফোরাম ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন বলেন, আবহমান বাংলা ও বাঙালির আরাধ্য পুরুষ ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু সেই মানুষ, যিনি বলেছিলেন, ‘ফঁাসির মঞ্চে দঁাড়িয়েও বলব আমি বাঙালি, বাংলা আমার ভাষা, বাংলা আমার নিঃশ্বাসে-প্রশ্বাসে’। বঙ্গবন্ধু সেদিন দেশ প্রেমে সকল বাঙালিকে ঐক্যবদ্ধ করেছিলেন বলে ব্যথর্ হয়েছিল পাকস্থানি হানাদারের সব ষড়যন্ত্র। বিশ্ব মানচিত্রে ঠঁাই পেয়েছে বাংলাদেশ নামক একটি স্বাধীন ভূখÐ। সভায় অনলাইন জানাির্লস্ট অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক বলেন, স্বাধীন এ জাতিকে দেশি-বিদেশি কুচক্রী মহল বহুবার পরাধীনতার নাগপাশে বন্দি করতে চেয়েছে। কিন্তু তারা সফল হতে পারেনি। সোনার বাংলার স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধুর দৃঢ় নেতৃত্বের কারণে কোনো ষড়যন্ত্র দাবিয়ে রাখতে পারেনি বাঙালি জাতিকে। পঁচাত্তরের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে সে কুচক্রী মহলটি ভেবেছিল ইতিহাসের পাতা থেকে শেখ মুজিবুর রহমানের নাম মুছে দেবে। যার অমর কৃতির্ গঁাথায় সমৃদ্ধ বাঙালি জাতির ইতিহাস, তাকে মুছে ফেলবে এমন সাধ্য কার। তিনি আরও বলেন, বঙ্গবন্ধু, স্বাধীনতা, বাংলাদেশ একই সুতোয় গঁাথা। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে তিনি বেঁচে থাকবেন, প্রেরণা যুগিয়ে যাবেন আমাদের। আলোচনা সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, ফ্রেন্ডস ফোরাম সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম খলিল, মো. আবুল হোসেন সোহেল, আয়েশা একাডেমির পরিচালক এমএ মামুন, মো. কালিমুজ্জামান, মাহফুজুর রহমান, আবুল কালাম, সেলিম, হালিমা বেগম, টিপু সুলতান, মো. জামান, মাসুদ, জহির, মৌসুমি আক্তার, সোনিয়া আক্তার, রিমা আক্তার, শারমিন আক্তার, রোজি আক্তার, প্রিয়াঙ্কা রানী দেবী ও জাহানারা বেগম প্রমুখ। উপদেষ্টা জেজেডি ফ্রেন্ডস ফোরাম সীতাকুÐ, চট্টগ্রাম