হদয়বান ব্যক্তিদের সাহায্য কামনা

ফুলবাড়ীতে অসুস্থ বন্ধুর পাশে ফ্রেন্ডস ফোরাম

প্রকাশ | ২১ আগস্ট ২০১৮, ০০:০০

ইউনুছ আলী আনন্দ
ওবায়দুল হকের সাহায্যাথের্ পাশে দঁাড়িয়েছে ফুলবাড়ী ফ্রেন্ডস ফোরাম
চক্ষুরোগে আক্রান্ত অন্ধ হয়ে যাওয়া বন্ধু কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের শিমুলবাড়ী ভুরিয়ারকুটি গ্রামের খবির উদ্দিনের ছেলে অসহায় ওবায়দুল হকের (৩৭) সাহায্যাথের্ পাশে দঁাড়িয়েছে ফুলবাড়ী যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম ও ঐতিহ্যবাহী ফুলবাড়ী জছিমিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ’৯৭ ব্যাচের বন্ধুরা। তারা ঐক্যবদ্ধভাবে ওবায়দুল হকের চক্ষু প্রতিস্থাপনের জন্য নিজেদের অথর্ ও দেশ-বিদেশে অবস্থানরত হৃদয়বান মানুষের অথির্ক সাহায্য সংগ্রহের জন্য মাঠে নেমেছে। উদ্যমী বন্ধুরা হলেনÑ বিমল, সোহাগ, রাশেল, হামিদ, রতন, জাহাঙ্গীর, সঞ্জয়, হারা, কবিদুল, জোনাব, আনন্দ, আরিফ, জিল্লুর, টুটুল, জুয়েল, রেমাউল, সবুজ, সাবু, হাফিজুরসহ হৃদয়বান অনেকে। জানা গেছে, ওবায়দুল হক ৫ম শ্রেণিতে থাকাকালে চক্ষুরোগে অক্রান্ত হন। ওই সময় তার চোখের ছানি অপারেশন করা হলে পরে সে কম দেখতে শুরু করে। চিকিৎসকের পরামশের্ তখন থেকেই উচ্চ পাওয়ার সম্পন্ন চশমা ব্যবহার করতে হয় তাকে। এর মধ্যে এইচএসসি পাস করার পর ২০০৬ সালের দিকে তার চোখে গøুকোমা রোগ দেখা দিলে চোখের লেজার করার পর থেকে সে চোখে কম দেখতে থাকে। এক সময় তার চোখের আলো নিভে যায়। চোখের আলো ফিরে পেতে ভারতের চেন্নাইয়ের শংকর নেত্রালয়ে চিকিৎসার জন্য গেলেও আথির্ক দৈন্যতায় চোখের চিকিৎসা করাতে পারেনি অসহায় ওবায়দুল। এই বিষয়টি ফুলবাড়ী যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম ও অসহায় ওবায়দুলের সহপাঠী ফুলবাড়ী জছিমিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ’৯৭ ব্যাচের বন্ধুরা জানতে পেরে তার চক্ষু প্রতিস্থাপনের জন্য আথির্ক সাহায্য সংগ্রহের চেষ্টা চালাচ্ছে। এ বিষয়ে অসহায় ওবায়দুল হক জানান, যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম ও আমার সহপাঠী ফুলবাড়ী জছিমিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ’৯৭ ব্যাচের বন্ধুরা যদি আথির্ক দৈন্যতা দূর করে আমার চোখ প্রতিস্থাপন করে আমাকে আলো ফিরে দিতে পারে তাহলে আমি সবার কাছে চিরকৃতজ্ঞ ও চিরঋণী হয়ে থাকব। এ সময় সে সবার কাছে আথির্ক সাহায্য ও সহযোগিতা কামনা করেন। সাহায্য পাঠাতে অসহায় ওবায়দুল হকের সঙ্গে সরাসরি ফোনালাপের নম্বর হচ্ছে-০১৭৯২-৭৪০৭৫৪। উপদেষ্টা, ফ্রেন্ডস ফোরাম, ফুলবাড়ী, কুড়িগ্রাম