পুকুর চুরি

প্রকাশ | ১৮ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

বেলায়েত হোসেন বাচ্চু
শিশু রাকিব-সাকিব মায়ের কাছে কয়। এত বড় পুকুরটি কেমনে চুরি হয়। পুকুর থাকে ভূমির মাঝে কেমনে হয় চুরি। বুঝে না দুই শিশু এর অর্থ পুরোপুরি। পুকুরে থাকে পানি আর থাকে মাছ। আমরা মানুষ ব্যবহার করি বার মাস। পুকুর তলায় আছে কাদামাটি সবাই জানি। \হসেখানে আছে কী স্বর্ণালঙ্কার নামিদামি। শিশুর প্রশ্নে মা রোজিনা বোকা হয়ে যায়। বাঁকা দু'চোখে শুধু স্বামীর দিকে তাকায়। তা দেখে শিশুরা বাবার কাছে গেল শেষে ওদের কথা শুনে বাবা মুচকি দিয়ে হাসে। শাসকেরা মানুষেরে যদি দেয় ধোঁকা। তাকেই বলে পুকুর চুরি শুন এবার বোকা। বাবার কথা শুনে শিশুরা মুচকি হেসে কয়। বড় চুরি না বলে পুকুর চুরি বলা ঠিক নয়।