শহিদ দিবসে কটিয়াদীর বন্ধুদের শ্রদ্ধা

প্রকাশ | ২৫ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

মোফাজ্জল হোসেন জামান
কিশোরগঞ্জের কটিয়াদীতে ফ্রেন্ডস ফোরামের প্রভাতফেরি
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ দিবস আমাদের গর্ব আমাদের অহংকার। ১৯৫২ সালের ফেব্রম্নয়ারি মাসে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্য পুরো বাঙালি জাতি সারা দেশে আন্দোলনের সংগ্রামে রাজপথে নেমে আসে। একুশের এই দিনে যার জন্য সালাম, বরকত, রফিক ও জব্বারসহ অনেকেই শহিদ ও নির্যাতিত হন। পরে এই আন্দোলনের সূত্র ধরে বাংলাদেশ সৃষ্টি হয়। একুশের সেই মহান দিন রোজ শুক্রবার। সকালটা ছিল হালকা কুয়াশাচ্ছন্ন। চলছে ভাষার আন্দোলনের মাস বাসন্ত মাস। গ্রাম-বাংলার চারপাশে পলাশ শিমুলের রাঙা হাসি। ফুটেছে আমের মুকুল। সঙ্গে পাখ-পাখালির মধুর গুঞ্জন। বনায়নের ফাঁক দিয়ে পুবাকাশের রক্তিম সূর্য উঁকি দিয়ে যেন উঠতে ছিল। সেই মুহূর্ত থেকে শুরু হয় মহান ভাষার দিবসের আনুষ্ঠানিক যাত্রা। সেই জাতীয় অনুষ্ঠানের মধ্যে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম সদস্যরা প্রথমে শহিদ মিনারে, ভাষা শহিদদের শ্রদ্ধা নিবেদনের জন্য জড়ো হয়। আমাদের যাত্রা শুরু হয় সংগঠনের কটিয়াদী শাখার কার্যালয় মায়াতলা ভবন থেকে। তারপর অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে জেজেডি ফ্রেন্ডস ফোরামের উপদেষ্টা কটিয়াদী উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব আইন উদ্দিন এবং সভাপতি কবি ও সাহিত্যিক আলী আক্‌কাস রেণুর নেতৃত্বে মানিকখালি ও ভৈরব-কিশোরগঞ্জ হাইওয়ে রোড ধরে কেন্দ্রীয় শহিদ মিনারে অবস্থিত হই। তারপর শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের প্রথম পর্ব শেষ হয়।র্ যালিতে আরও যারা উপস্থিত ছিলেন জেজেডি ফ্রেন্ডস ফোরামের সহ-সভাপতি প্রধান শিক্ষক (অব.) মো. নুরুজ্জামান এবং নুরুল হক। উপদেষ্টা অধ্যাপক (অব.) শামসুদ্দীন, দপ্তর সম্পাদক মনির হোসেন বাবলু। সমাজকল্যাণ সম্পাদক মো. আব্দুল কাদির (দুলাল), শিক্ষা ও বিজ্ঞান প্রযুক্তি সম্পাদক আব্দুলস্নাহ আল ফাহাদ। সাধারণ জনতার মধ্যে থেকে ছিলেন সার্জেন্ট (অব.) দীপক সাহা, মাস্টার মো. জামাল উদ্দিন, কাকন সাহাসহ অনেকেই। দ্বিতীয় পর্বে বিকাল ৪টা থেকে সংগঠনের কার্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। ওই অনুষ্ঠানের স্বরচিত কবিতা আবৃত্তি করেন আব্দুল হক, শেখ নজরুল ইসলাম, ছাদেকুল ইসলাম, নজরুল ইসলাম এনতাজ, মোফাজ্জল হোসেন জামান। অন্যান্য কবির কবিতা থেকে আবৃত্তি করেন হুমাইরা জাহান উপমা, আছিয়া সিদ্দীকা ইতি, খাদিজাতুল কুবরা ফুল, সাবিকুন্নাহার দিনা, কান্তা, সুলতানা ইয়াসমিন শিপা, সাদ্দাম হোসেন ও রনি আহমেদ। গান পরিবেশন করেন গীতি কবি রায়হান ও ফরহাদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোজাম্মেল হক। অনুষ্ঠান সমাপ্তির আগে সভাপতি কর্তৃক দেশের সব স্তরে শুদ্ধ বাংলা ভাষা ব্যবহার ও সবার মধ্যে সচেতনতা বৃদ্ধি করা এবং সাহিত্যের মাধমে বিশ্বে বাংলা ভাষা ছড়িয়ে দিতে সবার প্রতি আহ্বান রাখেন। তার সঙ্গে একটি সুন্দর সমাজ ও দেশ গঠনে সবাইকে সব ভালো কাজের অংশগ্রহণ করে দেশ ও মানবতাসেবায় এগিয়ে আসতে অনুরোধ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। যুগ্ম সাধারণ সম্পাদক জেজেডি ফ্রেন্ডস ফোরাম কটিয়াদী, কিশোরগঞ্জ