শরতের রূপ

প্রকাশ | ২৮ আগস্ট ২০১৮, ০০:০০

মোহাম্মদ নূর আলম গন্ধী
শরতেরই রূপটা দেখে হই যে উদাস খুব মধুমাখা আবেশটাকে লাগে অপরূপ! মৃদু মন্দ বাতাসেতে দোলে সাদা কাশ মাঠে মাঠে কৃষাণ ছুটে করে আমন চাষ। নদীর বুকে করে খেলা পানকৌড়ির দল বনে বনে হাজার পাখি করে কোলাহল। সাদা মেঘের আনোগোনা ঝিকিমিকি রোদ আলো-ছায়া করে খেলা আহা! কি অদ্ভুত!