ঋতুর হিসাব

প্রকাশ | ২৮ আগস্ট ২০১৮, ০০:০০

স্বপন শমার্
ঋতুর হিসাবÑ দিনে দিনে মেলে না আর ঠিক, কালের হাওয়া বদলে গেছে পরিবতর্ন চারদিক। পাঠ্য বইয়ে ছয়টি ঋতুর হিসাব আছে জানা, বছরজুড়ে ছয় ঋতু হয় পাই না তার ঠিকানা। দু’মাসে হয় একটি ঋতু! সেটাও হয় না আর, প্রকৃতির আজ পরিবতর্ন হিসাব পরিষ্কার। বষার্ শরৎ বতর্মান তো গ্রীষ্ম হয়েই আসে, বসন্ত আর হেমন্ত আজ বিলীন শীতের কাছে। কারণটা কী? হিসেব দেখি এক্কেবারে পাকা- মানুষজনের অত্যাচারে প্রকৃতি আজ ফঁাকা।