খাদ্য সংরক্ষণে অব্যবস্থাপনা, ভেজাল ও মানহীন পণ্যে দিয়ে খাবার তৈরিসহ নানা অনিয়মের কারণে রাজধানীর আবুল হোটেলকে দুই লাখ টাকা জরিমান করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানী মালিবাগ চৌধুরীপাড়ায় অবস্থিত আবুল হোটেলে মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমান করে বাংলাদেশে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)।
মোবাইল কোর্ট পরিচালনা করেন বিএফএসএ-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাশ্বের আলম।
বিএফএসএ সূত্রে সংশ্লিষ্টরা জানান, মালিবাগের আবুল হোটেলে মোবাইল কোর্ট পরিচালনা করে দেখা যায় রেস্টেুরেন্টের ফ্রিজ ও রান্নাঘরে মোড়কীকরণ, চিহ্নিতকরণ ও যথাযথ লেবেল সংযোজন ব্যতিরেকে খাদ্যদ্রব্য উৎপাদন, সংরক্ষণ ও বিক্রয় করতে দেখা যায়।
এসব অপরাধে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর বিধান অনুযায়ী রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে দুই লাখ টাকা জরিমানা করা হয় এবং লেবেলবিহীন কাদ্যদ্রব্য ধ্বংস করা হয়।
এ সময় রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে ফ্রিজ ও রান্নাঘরে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে ও আইনে নির্ধারিত পদ্ধতিতে লেবেল সংযোজন করে খাদ্যদ্রব্য উৎপাদন ও বিক্রয়ের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়া হয়।
অভিযানকালে নিরাপদ খাদ্য পরিদর্শক মো. মিজানুর রহমান সিকদার, মনিটরিং অফিসার ইসফাক ওয়াহেদ বিন রহিম, খাদ্য বিশ্লেষক মো. ফারহানুল আলম এবং পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd