নানা চতুর কৌশলে তরুণীদের ‘প্রেমের ফাঁদে ফেলে’ তাদেরই মোবাইলে ধারণ করতো একান্ত মুহূর্তের দৃশ্য। পরে সুযোগ বুঝে ফোনটি চুরি করে ধারণ করা দৃশ্য প্রকাশের ভয় দেখিয়ে সেই সব মেয়েদের কাছ থেকে টাকা হাতিয়ে নিত।
এমন অভিযোগে মো. ইয়াসির রাতুল (২২) নামে এক তরুণকে সোমবার সন্ধ্যায় বাংলামোটর থেকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, নবম শ্রেণি পর্যন্ত পড়া রাতুল প্রথমে মিরপুর এক রাজনৈতিক নেতার বাড়িতে ‘টি বয়’ হিসেবে কাজ করত। পরে মোহাম্মদপুর রিংরোডে এক শোরুমে সেলসম্যানের চাকরি নেয়। কিন্তু চাকরি ছেড়ে দিয়ে ‘যৌন ও ব্ল্যাকমেইলিংয়ের মত’ অপরাধে জড়িয়ে পড়ে।
সিআইডি বলছে, প্রেমের ফাঁদে ফেলে সুন্দরী যুবতীদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করে রাতুল। এরপর সেই যৌনদৃশ্য ভিকটিমের মোবাইলে ধারণ করে মোবাইল নিয়ে পালিয়ে যেত। সেই মোবাইল বিক্রির আগে ভিকটিমের ভিডিও কন্টেন্ট এবং ফেসবুক আইডির নিজের দখল নিয়ে রাখত। সেটা দেখিয়ে দিনের পর দিন ওইসব তরুণীদের ব্ল্যাকমেইল করত।
এছাড়া রাতুলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd