শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বন্দিরা অভিনয় করবেন কারাগারের নাটকে

আইন ও বিচার ডেস্ক
  ২৪ নভেম্বর ২০২০, ০০:০০

কারাবন্দিদের মনস্তত্ত্বে ইতিবাচক উন্নয়নের লক্ষ্যে দেশে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে কারানাট্য। যার মাধ্যমে কারাগারে মঞ্চায়িত হবে বঙ্গবন্ধুর 'অসমাপ্ত আত্মজীবনী' অবলম্বনে নাটক। আর তাতে অভিনয়ও করবেন কারাবন্দিরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফর্ম্যান্স স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. ইসরাফিল শাহীনের তত্ত্বাবধানে এটি পরিচালিত হবে। তিন বছরব্যাপী এ গবেষণাধর্মী কাজের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কারা অধিদপ্তর অনুমতি দিয়েছে।

নভেম্বর মাসের শেষ সপ্তাহে এ প্রকল্পের কাজ বাংলাদেশ কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) দিয়ে শুরু হবে। এরপর আগামী বছর ২১ ফেব্রম্নয়ারি বাংলাদেশের ৬৮টি কারাগারের অভ্যন্তরে কারাবন্দিদের অংশগ্রহণে মুনীর চৌধুরীর 'কবর' নাটকটি মঞ্চায়িত হবে।

একইভাবে দেশের বিভিন্ন কারাগারে কারাবন্দিরা পর্যায়ক্রমে মঞ্চস্থ করবে বঙ্গবন্ধুর লেখা 'অসমাপ্ত আত্মজীবনী' ও 'কারাগারের রোজনামচা' অবলম্বনে বিশেষ নাটক। এ ছাড়া জেলহত্যা দিবসে জাতীয় চার নেতার নৃশংস হত্যাকান্ডটি কারাগারের অভ্যন্তরে কারাবন্দিদের দিয়ে পরিবেশন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

আসছে ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন অথবা বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এ গবেষণা প্রকল্প ও সাংস্কৃতিক কর্মকান্ডের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে