ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধে আদালতের আদেশ

প্রকাশ | ০১ ডিসেম্বর ২০২০, ০০:০০

আইন ও বিচার ডেস্ক
পারিবারিক ডিক্রিজারি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা তামিল না করায় সাতক্ষীরা সদর, তালা ও রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না সে মর্মে আদেশ দিয়েছে আদালত। সিনিয়র সহকারী জজ ও তালা পারিবারিক আদালতের বিচারক ওই আদেশ দেন। তালা, পারিবারিক আদালতের ৪টি পারিবারিক ডিক্রি জারী মামলায় দেনদার/বিবাদীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা তামিলে বিলম্বের কারণ এবং তামিল করতে না পারার কারণ লিখিতভাবে আদালতকে জানানোর জন্য ওই সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বিভিন্ন সময় নির্দেশ দেয় আদালত। কিন্তু পুলিশের পক্ষ থেকে কোনো প্রকার কারণ ব্যাখ্যাপূর্বক আদালতকে অবহিত করা হয়নি, যা ক্রিমিনাল রুলস অ্যান্ড অডারস (ভলিউম-১)-এর রুল-৬৫ এর সুস্পষ্ট লঙ্ঘন বলে আদালত আদেশে উলেস্নখ করেন। আদালত আদেশে আরও বলেন, পুলিশ রেগুলেশনস, ১৯৪৩-এর ৩১৫ এবং ৩২৩-এর বিধান অনুসারে গ্রেপ্তারি পরোয়ানা তামিল করার ক্ষেত্রে ভারপ্রাপ্ত কর্মকর্তাদের আইনানুগ বাধ্যবাধকতা রয়েছে বিধায় ওই গ্রেপ্তারি পরোয়ানা তামিল না করা হলে বা আদালতকে অবগত করা না হলে তা স্পষ্টত আইন লঙ্ঘন।