সিনিয়র সহকারী জজ পদমর্যাদায় পদোন্নতি পেলেন ৪৭ জন বিচারক

প্রকাশ | ১৯ জানুয়ারি ২০২১, ০০:০০

আইন ও বিচার ডেস্ক
বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসে কর্মরত সহকারী জজ/সমপর্যায়ের বিচার বিভাগীয় ৪৭ জন কর্মকর্তা সিনিয়র সহকারী জজ/সমপর্যায়ের পদে পদোন্নতি পেয়েছেন। রোববার (১৭ জানুয়ারি) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের বিচার শাখা থেকে পদোন্নতি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির নির্দেশক্রমে মন্ত্রণালয়ের উপসচিব শেখ গোলাম মাহবুব স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে জুডিসিয়াল সার্ভিসে কর্মরত সহকারী জজ/সমপর্যায়ের বিচার বিভাগীয় এসব কর্মকর্তাকে সিনিয়র সহকারী জজ/সমপর্যায়ের পদে পদোন্নতি দেওয়া হলো। পদোন্নতিপ্রাপ্ত বিচার বিভাগীয় এসব কর্মকর্তা বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৬-এর বেতন স্কেলের চতুর্থ গ্রেডের বেতন ক্রমানুসারে সুযোগ সুবিধা পাবেন।