ম্যাজিস্ট্রেটের সঙ্গে পুলিশ অফিসারের আচরণ কেমন হবে?

প্রকাশ | ২৬ জানুয়ারি ২০২১, ০০:০০

মোলস্না মোহাম্মদ ফারুক আহসান
একজন ম্যাজিস্ট্রেটের সঙ্গে একজন পুলিশ অফিসারের আচরণ কেমন হবে তা পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল, ১৯৪৩-তে স্পষ্টভাবে বর্ণিত আছে। সেখানে ৩০নং রেগুলেশনে বলা আছে, পুলিশ অফিসাররা অবশ্যই কোর্ট এবং ম্যাজিস্ট্রেটদের সঙ্গে সম্মানের সঙ্গে আচরণ করবেন এবং জনসম্মুখে যেন তা প্রকাশ পায়। এছাড়া তারা কোনো ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে ডিপার্মেন্টাল কোনো নথি যা প্রকাশ হতে পারে সেখানেও লিখতে পারবেন না। যদি কোনো পুলিশ অফিসারের মনে হয় যে ম্যাজিস্ট্রেট অন্যায় করছেন কিংবা তার সঙ্গে বাজে আচরণ করছেন তবে তিনি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে ফরমাল অ্যাপিস্নকেশন করে জানাবেন। উলেস্নখ্য, সে ক্ষেত্রেও পূর্ণ সম্মান বজায় রেখে অভিযোগ জানাতে হবে। ৩০অ অনুযায়ী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেই অভিযোগকে শুধু লিপিবদ্ধ করে রাখবেন। উপরের নিয়মের ব্যতিক্রম করলে পুলিশ অ্যাক্ট ১৮৬১ অনুযায়ী একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে সর্বোচ্চ তিন মাসের সশ্রম কারাদন্ড দিতে পারবে। আর স্থানীয় সরকার (পৌরসভা) নির্বাচন বিধিমালা, ২০১০-এর ৮১নং ধারা অনুযায়ী কেউ নির্বাচন প্রভাবিত করার কাজে সরকারি ক্ষমতার অপব্যবহার করলে সর্বনিম্ন ছয় মাস এবং সর্বোচ্চ পাঁচ বছরের জেল হবে।