কানের দুলে লুকানো মাদক

প্রকাশ | ২৬ জানুয়ারি ২০২১, ০০:০০

আইন ও বিচার ডেস্ক
কানের দুলের ভেতর লুকানো প্রায় ২২ হাজার ইউরো মূল্যের মাদক ধরা পড়েছে ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে। এ তথ্য জানিয়েছে ফ্রাঙ্কফুর্ট এয়ারপোর্ট কাস্টমস। কানের দুলে লুকানো ছিল ২০০ গ্রাম হেরোইন এবং ১২০০ গ্রাম অ্যাম্ফিটামিন লুকানো ছিল একটি ছোট্ট টুলের ভেতরে। মাদকসহ দুটো প্যাকেটই আফ্রিকা থেকে কুরিয়ার সার্ভিসে পাঠানো হয়েছে। জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরের বিমানবন্দরে প্যাকেটগুলো স্ক্যান করার সময় কাস্টমস অফিসারদের সন্দেহ হওয়ায় সেগুলো খোলা হয়। যদিও ভেতরে হস্তশিল্পের পণ্য থাকার কথা প্যাকেটের গায়ে স্পষ্ট করে লেখা ছিল কিন্তু ভেতরে পাওয়া গেল মাদক। মাদকসহ প্যাকেট দুটো গত ৩০ ডিসেম্বর ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে পৌঁছায়।