ভূমিসংক্রান্ত মামলা অনলাইনে মনিটরিং হবে

প্রকাশ | ০৯ ফেব্রুয়ারি ২০২১, ০০:০০

আইন ও বিচার ডেস্ক
ভূমিসংক্রান্ত মামলা সহজ করতে সিএসএমএস স্থাপনের উদ্যোগ ভূমি মন্ত্রণালয় ভূমিসংক্রান্ত দেওয়ানি মামলা সহজ, স্বচ্ছ ও সুষম ব্যবস্থাপনা ও অনলাইনে মনিটরের জন্য সিভিল সু্যট ম্যানেজমেন্ট সিস্টেম (সিএসএমএস) স্থাপনের উদ্যোগ নিয়েছে ভূমি মন্ত্রণালয়। দেশে যত মামলা হয় তার সিংহভাগ ভূমিসংক্রান্ত মামলা। সিএসএমএস স্থাপন করা হলে আদালতের তথ্য হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না এবং মামলার তথ্য বিবরণী আদালতে দেওয়া হয়েছে কিনা, তথ্য বিবরণী কীভাবে উপস্থাপন করা হয়েছে, মামলার সর্বশেষ অবস্থা কি ইত্যাদি বিষয় সহজে জানা যাবে। এতে মামলা অনেক স্বচ্ছতার সঙ্গে পরিচালনা ও হয়রানি কমবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।