বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জার্মানিতে বেড়েছে রাজনীতিবিদদের বিরুদ্ধে হুমকির সংখ্যা

আইন ও বিচার ডেস্ক
  ১৬ ফেব্রুয়ারি ২০২১, ০০:০০

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্র্রতিক এক পরিসংখ্যান বলছে, স্থানীয় রাজনীতিকরা পড়ছেন ঝুঁকির মুখে। রাজনীতিবিদ ও দলীয় সদস্যদের বিরুদ্ধে নিপীড়নের হুমকি ২০১৯ সালের চেয়ে ২০২০ সালে শতকরা নয় ভাগ বেড়েছে। 

জানা যায়, রাজনীতিবিদদের বিরুদ্ধে গালাগাল, হেটস্পিচ ছাড়াও দলের অফিস ভাঙচুর, দেয়াল লিখন, অগ্নিসংযোগ এমনকি কিছু শারীরিক হামলার ঘটনাও এর মধ্যে রয়েছে। তবে সবচেয়ে বেশি হামলার শিকার হয় এএফডি বা উগ্র ডানপন্থি দল। পরিসংখ্যানে নিপীড়নের শিকার হওয়ার দ্বিতীয় স্থানে রয়েছে আঙ্গেলা ম্যার্কেলের দল এবং তৃতীয় স্থানে সবুজ দল বা গ্রিন পার্টির সদস্যরা।

ফেডারেল ক্রিমিনাল পুলিশ প্রধান হলগার মু্যনশ গত সপ্তাহে ডেয়ার স্পিগেল ম্যাগাজিনকে 'করোনাভাইরাস মহামারিকালে রাজনীতিবিদ, ভাইরোলজিস্ট এবং সাংবাদিকদের বিরুদ্ধে হুমকির মাত্রা বেড়েছে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে