অদ্ভুত সব আইন-কানুন

প্রকাশ | ২৩ ফেব্রুয়ারি ২০২১, ০০:০০

আইন ও বিচার ডেস্ক
ফ্রান্স ফ্রান্সে শূকরছানাকে 'নেপোলিয়ন' নামে ডাকা বেআইনি। রেডিওতে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ৭০ শতাংশ সংগীত ফ্রান্সের শিল্পীদের হতে হবে। যে পুতুলটির মুখমন্ডল মানুষের মুখমন্ডলের মতো না হয় তা বিক্রি করা বেআইনি। যুক্তরাজ্য হাউস অফ পার্লামেন্টে মৃতু্যবরণ করা বেআইনি। কারণ হচ্ছে- নীতিগতভাবে হাউসে যে মৃতু্যবরণ করে স্বাভাবিকভাবেই তাকে রাজকীয় সম্মানে সমাহিত করা হয়। ব্রিটিশ অধু্যষিত সমুদ্র তীরে যদি কোনো মৃত তিমিরের মাথা পাওয়া যায় তাহলে তা স্বাভাবিকভাবে রাজার এবং লেজটা রানীর সম্পত্তি হিসেবে বিবেচিত হয়। কোনো স্কটিশকে যদি পুরনো শহর এলাকায় পাওয়া যায় এবং সে যদি শুধু তীর-ধনুক বহন করে তাহলে তাকে হত্যা করা বৈধ। অস্ট্রেলিয়া যদিও অস্ট্রেলিয়ার আইনে শিশুদের সিগারেট-কনডম এবং অ্যালকোহল কেনা অবৈধ তবে সেগুলো ব্যবহার করা বৈধ। রাস্তা দিয়ে হাঁটার সময় কালো পোশাক, বেল্ট, জুতা এবং স্স্নিপার পরা অবৈধ। এগুলো সাধারণত চোরেরা পরিধান করে। ব্যাটম্যানের মতো পোশাক পরা অবৈধ। আমেরিকা আমেরিকার ২৪টি অঙ্গরাজ্যে পুরুষত্বহীনতার কারণে ডিভোর্স হয়। ওহাইওতে এখনো পুরুষের ছবির সামনে মহিলাদের দেহ অনাবৃত করা বেআইনি। ১৯৫০ সালে ইন্ডিয়ানাতে রবিনহুড সম্পর্কিত সবকিছু নিষিদ্ধ ছিল। 'ধনীদের কাছ থেকে টাকা নিয়ে গরিবদের মাঝে দেওয়া'- রবিনহুডের এ ধারণাকে কমিউনিস্ট ধারণা হিসেবে বিবেচনা করা হতো। থাইল্যান্ড কেউ যদি রাস্তায় চুইংগাম ফেলে তাহলে তাকে সর্বোচ্চ ৬০০ ডলার পর্যন্ত জরিমানা করা হতে পারে। আন্ডারওয়ার পরা ছাড়া বাসার বাইরে যাওয়া বেআইনি। নেদারল্যান্ড নালা বা খালে গর্ভবতী নারীর মূত্র ত্যাগ করা আইন বিরুদ্ধ। সন্ধ্যার পর কোনো অন্ধ ব্যক্তিকে নিজের সঠিক পরিচয় না দেওয়া বেআইনি। সুইজারল্যান্ড যদি কেউ গাড়ির চাবি গাড়ির ভেতর দরজা খোলা অবস্থায় রাখে তাহলে তাকে জরিমানা করা হবে। কোনো ব্যক্তি যদি একতরফাভাবে অন্য কোনো দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তবে তা আইন বিরুদ্ধ। রোববারে ঘাস ক্ষেতে ঘাস কাটা অপরাধ হিসেবে বিবেচনা করা হয় কারণ এতে অত্যধিক শব্দ হয়। অ্যাপার্টমেন্টে বসবাসরত কেউ রাত ১০টার পর টয়লেট পরিষ্কার করতে পারবে না। কারণ এটা বেআইনি। কবিতা আবৃত্তি করে পর্বত থেকে নিচে নামা বেআইনি। প্রত্যেক স্নো টায়ার গাড়িতেই একটা করে স্টিকার থাকতে হবে যাতে লেখা থাকবে যে ড্রাইভারদের ঘণ্টায় ১৬০ কিলোমিটারের বেশি গতিতে চালানো উচিত নয়। যদিও মদ প্রস্তুত করা, সংরক্ষণ করা এবং বিক্রি করা বৈধ তবে তা পান করা অবৈধ। রোববারে কেউ তার গাড়ি ধৌত করতে পারে না।