সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ২৩ ফেব্রুয়ারি ২০২১, ০০:০০

অনলাইন ডেস্ক
শ্রম আপিল ট্রাইবু্যনালের চেয়ারম্যানের ইন্তেকাল আইন ও বিচার ডেস্ক শ্রম আপিল ট্রাইবু্যনালের চেয়ারম্যান বিচারপতি মো. আব্দুল হাই মারা গেছেন (ইন্নালিলস্নাহি ওয়া...রাজিউন)। মৃতু্যকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। ২০ ফেব্রম্নয়ারি সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিকালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। বিচারপতি আব্দুল হাই শ্রম আপিল ট্রাইবু্যনালে দ্বিতীয় মেয়াদে চেয়ারম্যান ছিলেন। আব্দুল হাই হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি ও সাবেক আইন সচিব। পরিবার সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে বিচারপতি আব্দুল হাই ও তার স্ত্রী করোনায় আক্রান্ত হন। পরে তার অবস্থার অবনতি হলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ১৯৮৬ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালনের পর মো. আব্দুল হাই ২০০০-২০০১ সালে আইন সচিবের দায়িত্ব পালন করেন। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সাবেক এই বিচারপতি দ্বিতীয়বারের মতো বাংলাদেশ শ্রম আপিল ট্রাইবু্যনালের চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছিলেন। তার গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ১০নং মিরাশী ইউনিয়নের আইতন গ্রামে। সুপ্রিম কোর্ট বারে নির্বাচন ১০-১১ মার্চ আইন ও বিচার ডেস্ক সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২১-২২ সেশনের নির্বাচনে আগামী ১০ ও ১১ মার্চ (বুধ ও বৃহস্পতিবার) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গণমাধ্যমকে এমন তথ্য জানিয়েছেন সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। কার্যনির্বাহী কমিটির মোট ১৪টি পদে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সরকার সমর্থক ও বিএনপি সমর্থক আইনজীবীরা তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছেন। সরকারপন্থিদের প্যানেলে জ্যেষ্ঠ আইনজীবী আবদুল মতিন খসরুকে সভাপতি ও আইনজীবী আব্দুল আলীম মিয়া জুয়েলকে সম্পাদক পদে মনোনয়ন দেওয়া হয়েছে। অন্যদিকে বিএনপি সমর্থকদের প্যানেলে সভাপতি পদে মো. ফজলুর রহমান ও সম্পাদক পদে সমিতির বর্তমান সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে মনোনয়ন দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২০-২১ সেশনের নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছিলেন সরকার সমর্থক সাদা প্যানেলের জ্যেষ্ঠ আইনজীবী এএম আমিন উদ্দিন। অন্যদিকে সম্পাদক পদে নির্বাচিত হয়েছিলেন বিএনপি সমর্থক নীল প্যানেলের ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। ২০২০-২১ সেশনের নির্বাচনে ১৪টি পদের মধ্যে সভাপতিসহ ৬টি পদে জয় পেয়েছিল সরকারপন্থি আইনজীবীরা। অন্যদিকে সম্পাদকসহ ৮টি পদে বিএনপিপন্থি প্যানেলের আইনজীবীরা জয় পেয়েছিল। ঢাকা ট্যাকসেস বারে ৩ আইনজীবীর সদস্য পদ বাতিল আইন ও বিচার ডেস্ক জাতীয় রাজস্ব বোর্ডের জাল আইটিপি সনদ ও বার কাউন্সিলের জাল সনদ দাখিল করে আয়কর আইনজীবী হিসেবে দীর্ঘদিন প্র্যাকটিস করছেন এমন ৩ জনের সদস্য পদ বাতিল করেছে ঢাকা ট্যাকসেস বার অ্যাসোসিয়েশন। তারা হলেন যথাক্রমে- মো. নুরুল আজহার, সদস্য নং- ঘ০০০২৫, মো. মিজানুর রহমান, সদস্য নং- ক০০০৭২, মো. মাসুদুর রহমান, সদস্য নং- গ০০৭১২। ১৭ ফেব্রম্নয়ারি ঢাকা ট্যাকসেস বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সূফী মোহাম্মদ আল মামুন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সদস্যপদ বাতিল হওয়া এই ৩ জন দীর্ঘদিন ধরে আয়কর আইনজীবী হিসেবে সমাজে পরিচয় দিয়েছেন এবং এদের মধ্যে একজন মিডিয়া ব্যক্তিত্বও রয়েছেন।