সব আইনজীবীকে আইনি সেবায় অন্তভুর্ক্ত করার প্রস্তাব

প্রকাশ | ০২ অক্টোবর ২০১৮, ০০:০০

আইন ও বিচার ডেস্ক
আইনজীবী নিবন্ধনে বিনামূল্যে আইনিসেবা দেয়াকেও বিবেচনায় নেয়া উচিত বলে মনে করেন অ্যাটনির্ জেনারেল মাহবুবে আলম। তার মতে, বার কাউন্সিলের নিবন্ধন (এনরোলমেন্ট) দেয়ার ক্ষেত্রে একজন আইনজীবী কত মানুষকে বিনামূল্যে আইনি সেবা (লিগ্যাল এইড) দিয়েছেন তা বিবেচনায় নেয়া উচিত। সুপ্রিম কোটের্ লিগ্যাল এইড ও আইন সাংবাদিকতা শীষর্ক এক কমর্শালায় ২৬ সেপ্টেম্বর এই মতামত তুলে ধরেন অ্যাটনির্ জেনারেল। তার মতে এ ক্ষেত্রে সংখ্যা নিধার্রণ করে দেয়া যেতে পারে। বিষয়টি ব্যাখ্যা করে মাহবুবে আলম বলেন, নি¤œ আদালতের আইনজীবী হিসেবে নিবন্ধন পেতে হলে একজন নিবন্ধনপ্রাথীের্ক তার সিনিয়রের সঙ্গে থেকে ন্যূনতম নিদির্ষ্টসংখ্যক মামলায় বা নিদির্ষ্টসংখ্যক ব্যক্তিকে লিগ্যাল এইড দিতে হবে। একইভাবে সুপ্রিম কোটের্র হাইকোটর্ ও আপিল বিভাগের আইনজীবী হিসেবে নিবন্ধন পেতে হলেও তা করার লিখিত বা অলিখিত বিধান থাকা উচিত বলে মনে করেন তিনি। সারা দেশের আইনজীবীদের সবোর্চ্চ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান (পদাধিকার বলে) মাহবুবে আলম মনে করেন, জ্যেষ্ঠ আইনজীবী হিসেবে নিবন্ধন দেয়ার ক্ষেত্রেও একই বিধান থাকা উচিত।