শুনানি সরাসরি সম্প্রচার!

প্রকাশ | ০২ অক্টোবর ২০১৮, ০০:০০

আইন ও বিচার ডেস্ক
জনস্বাথের্র জন্য গুরুত্বপূণর্ কিছু মামলার শুনানি কাযর্ক্রম সরাসরি টেলিভিশনে সম্প্রচারের সিদ্ধান্ত নিয়েছে ভারতের সুপ্রিম কোটর্। স্বচ্ছতা বাড়ানো এবং এজলাস কক্ষে ভিড় কমাতে বুধবার সুপ্রিম কোটের্র তিন সদস্যের বেঞ্চ এ সিদ্ধান্ত নিয়েছে। আদালত মনে করে, এজলাসের ভেতর কী চলছে তা জানার অধিকার রয়েছে নাগরিকের। সূযের্র আলো যেমন জীবানুনাশকের কাজ করে, সরাসরি সম্প্রচারও বিচারব্যবস্থায় তেমন এক পদক্ষেপ। বিচারপতি দীপক মিশ্র বলেন, ‘এজলাসে লাইভ সম্প্রচার হওয়া উচিত। এর ফলে গোটা বিচারব্যবস্থার মধ্যে দায়বদ্ধতা তৈরি হবে।’ তবে, ৭০ সেকেন্ড দেরিতে সরাসরি সম্প্রচারের প্রস্তাব রাখা হয়েছে। যদি এজলাসের মধ্যে কোনো অবমাননাকর ঘটনা ঘটে তাহলে সম্প্রচার বন্ধ করে দেয়ার ক্ষমতা থাকবে বিচারকদের হাতে। গত জুলাইয়ে এক শুনানিতে বিচারপতি দীপক মিশ্র বলেছিলেন, সরাসরি সম্প্র্রচারের মাধ্যমে বিচারসংক্রান্ত বিষয়ে সাধারণ নাগরিককে অবগত করা যেতে পারে। এমনকি মামলা দায়েরকারীরাও বিভিন্ন মামলার বিষয়ে জানতে পারেন। বাদীর আইনজীবী কীভাবে মামলা লড়বেন, সে বিষয়ে ধারণাও তৈরি হতে পারে তাদের। তবে ধষর্ণ এবং বিবাহ সংক্রান্ত মামলার ক্ষেত্রে সরাসরি সম্প্রচার না হওয়ার পক্ষে যুক্তি দেন তিনি। প্রধান বিচারপতির ভাষায়, ‘যারা আইন নিয়ে পড়াশোনা করছেন, তাদের কাছে এই সম্প্রচার হবে গুরুত্বপূণর্ বিষয়।