পুলিশের হাতে কামড় দিয়ে কারাগারে!

প্রকাশ | ০২ অক্টোবর ২০১৮, ০০:০০

আইন ও বিচার ডেস্ক
পূবর্ আফ্রিকান দেশ উগান্ডায় পুলিশ কমর্কতার্র হাতে কামড় দিয়ে তিন মাসে কারাদÐ পেয়েছেন এক নারী। সন্দেহজনক মনে হওয়ায় ওই নারীকে আটক করে পুলিশ। কিন্তু নারী ভেবেছিল তাকে হয়রানি করা হচ্ছে। তাই তিনি সাদা পোশাকের পুলিশ কমর্কতার্র পরিচয় জানতে চান। পরে পুলিশ তাকে আইডি কাডর্ দেখান। এসময় বিষয়টি বুঝতে পেরে পালানোর সুযোগ নিতে তার হাতে কামড় দিয়ে বসেন নারী। কিন্তু ২৪ বছর বয়সী ওই নারী পালাতে পারেননি। কামড়ে আঘাতপ্রাপ্তসহ তিনি পুলিশ কমর্কতার্ অভিযান চালিয়ে তাকে দেশটির নাইফ এলাকা থেকে আটক করেছিল। এরপর পুলিশ কমর্কতার্র বিরুদ্ধে হামলা মামলায় চলতি বছরের জানুয়ারিতে তাকে তিন মাসের কারাদÐ দেন দেশটির আদালত। এর আগে গত বছরের ২৪ অক্টোবর সন্দেহজনকভাবে ওই নারীকে আটক করা হলে তিনি পালানোর জন্য একজন শিক্ষানবিশ পুলিশ কমর্কতার্র ডান হাতে কামড় দেন বলে দেশটির আদালত জানান। এ বিষয়ে দÐপ্রাপ্ত নারী বলেন, আমি স্বীকার করছি, অপরাধ করেছি হামলা করে। কিন্তু আমার ধারণা ছিল তিনি পুলিশ কমর্কতার্ না। সে জন্য হয়রানি করছেন ভেবে আমি প্রতিবাদ করেছি।