বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আইনের দৃষ্টিতে হচপচ বিধানের প্রয়োগ

শাখাওয়াত হোসেন
  ২০ এপ্রিল ২০২১, ০০:০০

জাফর খান ৫ একর জমি রেখে মারা যান। তার দুই ছেলে এবং দুই মেয়ে উত্তরাধিকার সূত্রে সম্পূর্ণ সম্পত্তি প্রাপ্ত হন। জমি সঠিকভাবে বণ্টন হওয়ার আগেই বড় ছেলে একাই ২.৫ একর জমি বিক্রি করে দিলেন। পরে জাফর খানের উত্তরাধিকারীদের মধ্যে জমির ভাগ-বাটোয়ারা নিয়ে বিশাল গেঞ্জাম। এমন অবস্থায়, বাকি এক ছেলে এবং দুই মেয়ে কী করবে? উদ্ভূত অবস্থায় আদালত হচপচ বিধান (ঐড়ঃপযঢ়ড়পয জঁষব) অনুযায়ী সমাধান করতে পারে। হচপচ বিধান প্রয়োগ করতে আদালাত যেসব বিষয় দেখবে- ১. মৃত ব্যক্তির সম্পূর্ণ সম্পত্তির পরিমাণ কতটুকু ছিল, ২. উত্তরাধিকারীদের প্রাপ্ত সম্পত্তির অংশের পরিমাণ, ৩. কোনো উত্তরাধিকারী ইতিমধ্যে তার শরিকের পরিমাণ থেকে বেশি হস্তান্তর করেছে কিনা, ৪. কোনো শরিকদার মৌখিক চুক্তিতে নির্দিষ্ট দাগে তার ন্যায্য সম্পত্তির অংশ ত্যাগ করেছে কিনা, অন্য দাগে অন্য সম্পত্তির পরিবর্তে অথবা কোনো অর্থের বিনিময়ে অথবা কোনো সুবিধা গ্রহণ করার মাধ্যমে, ৫. উদ্ভূত পরিস্থিতি সমাধানের উপায় বের করা। [ঙহ নধংরং ড়ভ :যব লঁফমসবহঃ ভৎড়স গফ. অশৎধস অষর ্‌ ড়ৎং. ঠং. কযধংৎঁ গরধয ্‌ ড়ৎং., ১৪ ঝঈঙই [২০২০] ঐঈউ]

হচপচ বিধান বলতে আসলে কী বোঝায়?

আগের একক মালিক থেকে প্রাপ্ত সম্পত্তি নিয়ে শরিকদের মধ্যে বিরোধ দেখা দিলে প্রযোজ্য আইন অনুযায়ী শরিকদের মধ্যে ন্যায্য অংশ অনুপাতে বণ্টন করে দেওয়ার জন্য আগের একক মালিকের সম্পূর্ণ সম্পত্তি একত্রিত করার বিধান হচ্ছে হচপচ বিধান। ওহ :যব পধংব ড়ভ গফ. অশৎধস অষর ্‌ ড়ৎং. ঠং. কযধংৎঁ গরধয ্‌ ড়ৎং. গঁযধসসধফ কযঁৎংযরফ অষধস ঝধৎশধৎ, ঔ বীঢ়ষধরহবফ যড়ঃপযঢ়ড়ঃপয ধং দডযবহ াধৎরড়ঁং ঢ়ৎড়ঢ়বৎঃরবং ধৎব ঢ়ঁঃ :ড়মবঃযবৎ ড়ৎ নষবহফবফ ভড়ৎ :যব ঢ়ঁৎঢ়ড়ংব ড়ভ ধপযরবারহম :যব ঢ়ড়ৎঃরড়হ ড়ভ ঢ়ৎড়ঢ়বৎঃু :ড় নব ফরংঃৎরনঁঃবফ ধসড়হম :যব নবহবভরপরধৎরবং ড়ৎ ষবমধষ যবরৎং ধং ঢ়বৎ :যব ষধংি ড়ভ :যব পড়হপবৎহবফ পড়ঁহঃৎু; রহ ড়ঃযবৎ ড়িৎফং, রহ ড়ৎফবৎ :ড় ফরারফব :যব ঢ়ৎড়ঢ়বৎঃরবং, যিরপয ধৎব ঢ়ৎবংবহঃষু বহলড়ুবফ নু :যব ফরভভবৎবহঃ রহফরারফঁধষং নু ারৎঃঁব ড়ভ রহযবৎরঃরহম ড়ৎ ঢ়ঁৎপযধংরহম ভৎড়স ধ ংরহমষব ঢ়বৎংড়হ/ংড়ঁৎপব, ্তুযড়ঃপযঢ়ড়ঃপয্থ রং :যব ঢ়ৎড়পবংং ড়ভ পড়সনরহরহম ধহফ ধংংরসরষধঃরহম ড়ভ :যব ংধরফ ঢ়ৎড়ঢ়বৎঃরবং.্থ

সাধারণ মানুষ হচপচ বিধানের সঙ্গে পরিচিত না থাকলেও বাংলাদেশসহ কমন ল' কান্ট্রিগুলোতে পার্টিশন মামলায় ব্যাপকভাবে এই বিধান প্রয়োগ করা হয়ে থাকে। হচপচ বিধান প্রয়োগ করতে নিম্নশর্তগুলো পূরণ করা বাঞ্ছনীয়-

১. একক মালিক অথবা উৎস থেকে সম্পত্তি প্রাপ্ত হতে হবে [উত্তরাধিকার, ক্রয় বা অন্য যে কোনো সূত্রে প্রাপ্ত হতে পারে];

২. শরিকরা ইজমালি মালিক হবেন। এ ক্ষেত্রে শরিকদের অংশ অনুযায়ী দখল অনির্দিষ্ট থাকবে অথবা অংশ এবং দখল কোনোটাই নির্দিষ্ট থাকবে না; ৩. সম্পত্তির বণ্টন নিয়ে শরিকদের মধ্যে বিরোধ বিদ্যমান থাকবে।

উপরে আলোচিত জাফর খানের উদাহরণের ক্ষেত্রে আদালত সম্পূর্ণ ৫ একর জমি একত্রিত করে সাকসেশন ল' অনুযায়ী সবার ন্যায্য অংশ আলাদা করে দেবে। বড় ছেলের অংশ যতটুকু প্রাপ্য শুধু ততটুকু জমিতে বিক্রি কার্যকর হবে। এ ক্ষেত্রে তৃতীয় পক্ষ জমি ক্রেতা তার অতিরিক্ত দেওয়া টাকা ফেরত পাবেন। সে জন্য আলাদাভাবে মানিসু্যট করতে হবে। চাইলে প্রতারণা মামলাও করতে পারবে, ক্ষতিপূরণও চাইতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে