এক দশকে বিচারাধীন মামলা বেড়েছে ১৬ লাখের বেশি

প্রকাশ | ০৪ মে ২০২১, ০০:০০

আইন ও বিচার ডেস্ক
সুপ্রিম কোর্টের পরিসংখ্যান অনুযায়ী, উচ্চ আদালতসহ নিম্ন আদালতে প্রায় ৩৮ লাখ মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ২৩ হাজার ৬১৭, হাইকোর্ট বিভাগে ৪ লাখ ৮৯ হাজার ৬৮টি এবং অধস্তন আদালতে ৩১ লাখ ৭২ হাজার ৪৩টি মামলা বিচারাধীন রয়েছে। সে হিসাবে মাত্র এক দশকে মামলা বেড়েছে ১৬ লাখের বেশি। ২০২০ সালের প্রায় শুরু থেকে করোনাভাইরাসের কারণে দীর্ঘ সময় উচ্চ ও অধস্তন আদালত বন্ধ থাকে। উদ্ভূত পরিস্থিতিতে ২০২১ সালের মামলার পরিসংখ্যান প্রস্তুতের সম্পন্নের কাজ চলছে। এদিকে ২০১১ সালের শেষে দেশের উচ্চ ও অধস্তন আদালতে বিচারাধীন অনিষ্পন্ন মামলার সংখ্যা ছিল ২১ লাখ ৩২ হাজার। এখন সেটা ৩৮ লাখ ছাড়িয়েছে। সে হিসাবে মাত্র এক দশকে মামলা বেড়েছে ১৭ লাখের বেশি।