অনুমতি ছাড়া ওমরাহ করলে জরিমানা

প্রকাশ | ০৪ মে ২০২১, ০০:০০

আইন ও বিচার ডেস্ক
অনুমতি ছাড়া ওমরাহ করলে ১০ হাজার সৌদি রিয়াল বা ২ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হবে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মহামারি শেষ হওয়া অথবা মানুষের চলাচল স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত এ ব্যবস্থাপনা চালু থাকবে। সার্বিক পরিস্থিতি তদারকির জন্য পবিত্র মসজিদ ও চারপাশের সড়কে নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। মসজিদুল হারাম ও মসজিদে নববিতে প্রবেশ এবং ওমরাহ পালনের জন্য মোবাইল অ্যাপের মাধ্যমে অনুমতির জন্য আবেদন করতে হবে। আবেদন করতে চাইলে কোভিড টিকা নিতে হবে অথবা তাওয়াক্কালনা অ্যাপের মাধ্যমে রোগ-প্রতিরোধ সক্ষমতার অবস্থা প্রদর্শন করতে হবে। হজ ও ওমরাহ মন্ত্রণালয় আগেই জানিয়েছে, রমজানে একদিনে সর্বোচ্চ ৫০ হাজার মানুষ ওমরাহ করতে পারবেন। সর্বোচ্চ ১ লাখ মুসলিস্ন দৈনিক মসজিদুল হারামে নামাজ আদায় করতে পারবেন।