হাইকোর্টে বেঞ্চ বাড়ালেন প্রধান বিচারপতি

প্রকাশ | ২৫ মে ২০২১, ০০:০০

আইন ও বিচার ডেস্ক
করোনা মহামারিতে ভার্চুুয়ালি বিচারকাজ পরিচালনার জন্য হাইকোর্টের বেঞ্চ সংখ্যা বাড়িয়েছেন প্রধান বিচারপতি। এসংক্রান্ত আদেশ শনিবার (২২ মে) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। করোনা মহামারি রোধে এপ্রিল মাসের শুরুতে বিধিনিষেধ আরোপের পর ৪টি ভার্চুুয়াল বেঞ্চ গঠন করেছিলেন প্রধান বিচারপতি। পরবর্তীতে ২২ এপ্রিল আরও ২টি বেঞ্চ গঠন করা হয়। এরপর ২৯ এপ্রিল আরও ৩টি যোগ করা হয়। এ নয়টি বেঞ্চের পাশাপাশি শনিবার আরও ৭টি বেঞ্চ গঠন করা হয়। ফলে হাইকোর্টে ভার্চুুয়ালি এখন থেকে মোট ১৬টি বেঞ্চ বিচারকাজ পরিচালনা করবেন।