শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জার্মানদের মধ্যে বন্দুকের লাইসেন্স নেওয়ার প্রবণতা বেড়েছে

আইন ও বিচার ডেস্ক
  ২২ জুন ২০২১, ০০:০০

জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাব বলছে, ২০১৮ সালে আগের বছরের তুলনায় বেশি সংখ্যক জার্মানকে বন্দুকের লাইসেন্স দেওয়া হয়েছে। তবে এই প্রবণতা নিরাপত্তা ঝুঁকি আরও বাড়াতে পারে বলে মনে করছে পুলিশ।

মন্ত্রণালয়ের হিসাব বলছে, গত বছর প্রায় ছয় লাখ দশ হাজার ৯৩৭ জন জার্মান নাগরিককে বন্দুক রাখার অনুমোদন দেওয়া হয়েছে। ২০১৭ সালের তুলনায় এই হার ৯ দশমিক ৬ শতাংশ বেশি। সংখ্যার হিসাবে ৫৩ হাজার ৩৭৭টি বেশি অনুমোদন দেওয়া হয়েছে। বন্দুক বলতে গ্যাস পিস্তল, ফ্লেয়ার গান, পেপার স্প্রেসহ প্রাণঘাতী নয়, এমন অস্ত্র বোঝানো হয়েছে। পুলিশ বলছে, নিরাপত্তার আশঙ্কা থেকে আত্মরক্ষার জন্য মানুষ লাইসেন্স নিচ্ছে।

উলেস্নখ্য, জার্মানিতে অস্ত্রের আবেদনকারীকে পূর্ণবয়স্ক হতে হয় এবং শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হয়। তবে জার্মানিতে প্রাণঘাতী অস্ত্র পাওয়া খুব সহজ নয়। 'দ্য জার্নাল অফ দ্য অ্যামেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন' বলছে, ২০১৬ সালে জার্মানিতে ৮২০ জন বন্দুক সহিংসতায় প্রাণ হারিয়েছেন। যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে সংখ্যাটি ৩৩ হাজার ৩৩৬ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে