বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নাচানাচির অনুমতি মিলেছে জার্মানির হামবুর্গে

আইন ও বিচার ডেস্ক
  ০৬ জুলাই ২০২১, ০০:০০

জার্মানির হামবুর্গে করোনা শুরুর পর প্রথমবারের মতো আবার নাচ শুরুর অনুমতি মিলেছে। তবে আউটডোর ডান্সে অংশগ্রহণকারীদের অবশ্যই কড়া শর্ত মানতে হবে বলে জানিয়েছেন শহরের মেয়র।

শর্তের মধ্যে রয়েছে, আউটডোর ডান্স উপভোগ করতে সব দর্শককে নেগেটিভ করোনা টেস্ট সার্টিফিকেট দেখাতে হবে। এবং দুই ডোজ টিকাদানের সনদপত্র সঙ্গে থাকা বাধ্যতামূলক। তাছাড়া নাচের জায়গা হতে হবে খোলা আকাশের নিচে। এবং সেখানে সর্বোচ্চ ২৫০ জন নাচপ্রেমী মাস্ক ছাড়াই অনুষ্ঠান উপভোগ করতে পারবেন। আগ্রহীদের এসব শর্ত মেনেই কেবল ডান্স পার্টিতে অংশগ্রহণ করা যাবে বলে জানিয়েছেন হামবুর্গের মেয়র পেটার চেঞ্চা। করোনার কারণে তরুণদের নাচ বা বিভিন্ন অনুষ্ঠান বন্ধ থাকায় তারা অধৈর্য হয়ে পড়েছিল তা বলাই বাহুল্য। যার ফলে গত সপ্তাহান্তগুলোতে কয়েক হাজার তরুণ-তরুণী হামবুর্গের খোলা সবুজ মাঠ বা পার্কে অবৈধভাবে বেশ কয়েকবার পার্টির আয়োজন করেছিল, যা ফৌজদারি অপরাধ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে