বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

তদন্তাধীন মামলা নেই দুই থানায়

আইন ও বিচার ডেস্ক
  ১৩ জুলাই ২০২১, ০০:০০

মামলার তদন্ত সম্পন্ন করায় দৃষ্টান্ত স্থাপন করেছে মানিকগঞ্জ জেলা পুলিশ। এ জেলার দুটি থানা দক্ষতার সঙ্গে তদন্ত নিষ্পত্তি অব্যাহত রাখায় সেগুলোতে বর্তমানে অপমৃতু্য বা অন্য কোনো ধারার নিয়মিত একটি মামলাও তদন্তাধীন নেই। মানিকগঞ্জের ক্ষেত্রে এ ধরনের ঘটনা এটিই প্রথম। এ দুটি থানা হচ্ছে হরিরামপুর ও দৌলতপুর।

এ জেলায় উপপরিদর্শক পদমর্যাদার পুলিশ কর্মকর্তা আছেন ১২০ জন। পরিদর্শক রয়েছেন ২২ জন। সব মিলিয়ে দুই পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন ১৪২ জন। এ জেলায় বর্তমানে তিন মাসের ওপর মুলতবি মামলা একটিও নেই। সাত থানার মধ্যে পাঁচটিতে মোট তদন্তাধীন মুলতবি মামলা মাত্র ৪৪টি। এই হিসেবে গড়ে তিন কর্মকর্তার হাতে রয়েছে মাত্র এক মামলা। জেলা পুলিশ সূত্র মতে, মানিকগঞ্জ জেলায় গড়ে প্রতি মাসে ১৩০-১৩৫টি মামলা রুজু করা হয়। এর মধ্যে ৩০ শতাংশ মামলা মাদক সংক্রান্ত ঘটনায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে