বিশ্বভারতীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ

প্রকাশ | ১৪ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

আইন ও বিচার ডেস্ক
এবার আদালত অবমাননার অভিযোগ উঠল বিশ্বভারতী কর্তৃপক্ষের বিরুদ্ধে। কারণ কলকাতা হাইকোর্টের রায়ের পর ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো স্বাভাবিক পঠন-পাঠনে ফিরতে পারেনি 'বহিষ্কৃত' হওয়া সেই তিন পড়ুয়া। গত বুধবার হাইকোর্ট বিশ্বভারতীর তিন পড়ুয়াকে বহিষ্কারের উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছিল। এর পর আন্দোলনে ইতি টানেন পড়ুয়ারা। শুক্রবারও অবস্থান মঞ্চ খোলার কাজ চলেছে বিশ্বভারতীতে। কিন্তু এর পরেও স্বাভাবিক পঠন-পাঠনে ওই তিন পড়ুয়া ফিরতে পারেননি বলে অভিযোগ। এমনকি, ঘণ্টা অতিক্রম করতে চললেও এখনো পর্যন্ত বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফে এ বিষয়ে কোনো বিজ্ঞপ্তি প্রকাশও করা হয়নি। বৃহস্পতিবার প্রোক্টরের কাছে ইমেইল মারফত পঠন-পাঠন শুরু করার আবেদন জানান ওই তিন জন। কিন্তু তারও কোনো জবাব পাওয়া যায়নি বলে দাবি ছাত্রছাত্রীদের। মেয়েদের মন্ত্রিত্বে আনার প্রশ্নই নেই, ওদের কাজ জন্ম দেওয়া, নিদান তালেবান মুখপাত্রের বহিষ্কৃৃৃত ছাত্র সোমনাথ সাউ বলেন, 'আমরা আদালতের নির্দেশ মেনে দিয়ে আমাদের বিক্ষোভ-কর্মসূচি তুলে নিয়েছি। কিন্তু আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে বিশ্বভারতী কর্তৃপক্ষ আমাদের পঠন-পাঠনের কোনো ব্যবস্থা করেননি। এমনকি, আমরা প্রোক্টরের কাছে আবেদন করলেও তারও কোনো জবাব পাইনি।'প্রসঙ্গত, করোনা পরিস্থিতির কারণে বিশ্বভারতীতে এখন অনলাইনে পঠন-পাঠন চলছে। বহিষ্কারের পর বিভিন্ন গ্রম্নপ থেকে বার করে দেওয়া হয়েছিল ওই তিন পড়ুয়াকে। তাদের এখনো সেই গ্রম্নপগুলোতে 'অ্যাড' করা হয়নি বলে অভিযোগ।