বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

লিবিয়ায় এক সপ্তাহে ৫ হাজার অভিবাসন প্রত্যাশী গ্রেপ্তার

আইন ও বিচার ডেস্ক
  ১২ অক্টোবর ২০২১, ০০:০০

লিবিয়ায় মানব পাচারকারীদের বন্দিশালায় বিপুলসংখ্যক অভিবাসন প্রত্যাশী আটকে থাকার খবরে অভিযান চালিয়ে ৫ হাজারের বেশি অভিবাসীকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, মানব পাচারকারীদের হাতে কিছু বন্দি গুরুতর শারীরিক ও যৌন নির্যাতনের শিকার হচ্ছে এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযানে নামে স্থানীয় প্রশাসন। আটককৃতদের মধ্যে অনেকেই বিভিন্ন সময় ইউরোপিয়ান ইউনিয়ন সমর্থিত সরকারের কোস্টগার্ডের হাতে আটক হয়। পরে তাদের অভিবাসী বন্দিশিবিরে নেওয়া হয়। সেখানে তাদের অমানবিক পরিবেশে রাখা হয়েছে বলে মানবাধিকার সংস্থাগুলো অভিযোগ তোলে। যারা আটক হয়েছেন তাদের অনেকেই আন্তর্জাতিক মানব পাচার চক্রের সঙ্গে জড়িত থাকতে পারে বলে ধারণা করছে লিবীয় সরকার।

ইউরোপে প্রবেশের জন্য লিবিয়াকে অন্যতম মানব পাচারের রুট হিসেবে বেছে নেয় পাচারকারীরা। দালালদের খপ্পরে পড়ে অনেকেই বিপজ্জনক পথ পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টা চালায়। যার কারণে লিবিয়া সরকার এই অভিযান পরিচালনা করে আসছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে